ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

৩০ লাখ কুকুর হত্যার পরিকল্পনা সরকারের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০০:৫০, ১৯ জানুয়ারি ২০২৫; আপডেট: ০০:৫০, ১৯ জানুয়ারি ২০২৫

৩০ লাখ কুকুর হত্যার পরিকল্পনা সরকারের

কুকুর

ফিফা বিশ্বকাপ ২০৩০ উপলক্ষে  যৌথভাবে আয়োজন করবে স্পেন ও মরক্কো। বিশ্বকাপ উপলক্ষ্যে যেসব পর্যটক আসবেন তাদের সুবিধার্ধে ৩০ লাখ কুকুরকে হত্যার পরিকল্পনা করছে দেশটি। 

ডেইলি মেইল এর প্রতিবেদনে বলা হয়েছে, মরক্কো পথকুকুর নিধনে অমানবিক পন্থা অবলম্বন করছে। যার মধ্যে আছে বিষাক্ত স্ট্রক্লাইন প্রয়োগ, জনসম্মুখে কুকুরকে গুলি করা এবং শাবল দিয়ে পিটিয়ে হত্যা করা।

মরক্কোর এই পরিকল্পনার কঠোর সমালোচনা করেছে প্রাণী অধিকার সংস্থাগুলো। ‘আন্তর্জাতিক প্রাণী সুরক্ষা জোট মরক্কো’র এই কার্যক্রমের ব্যাপারে সবাইকে সতর্ক করেছে। 

তারা বলেছে, বিশ্বকাপের জন্য ৩০ লাখের বেশি কুকুরকে হত্যা করা হতে পারে। প্রাণী অধিকারকর্মী জেন গোডঅল এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে ফিফার প্রতি আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন। 

তিনি বলেছেন, যদি মরক্কো এমন অমানবিকভাবে কুকুর নিধন অব্যাহত রাখে তাহলে তাদের যেন আয়োজকের তালিকা থেকে বাদ দেওয়া হয়। মরক্কোতে পথকুকুর নিধনে নিষেধাজ্ঞা থাকলেও স্থানীয় কর্তৃপক্ষ এ ব্যাপারে এখন নির্বিকার ভূমিকা পালন করছে।

ফিফা এ নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও; বিষয়টির ওপর নজর রাখছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র। এছাড়া বিশ্বকাপের জন্য যেসব ভেন্যু নির্বাচন করা হবে সেগুলোতেও তারা নজর রাখছে।

আন্তর্জাতিক সংস্থাগুলো বলেছে, পথকুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে যে আন্তর্জাতিক মাণদণ্ড আছে সেটি অনুসরণ করে বিষয়টি সম্পন্ন করতে হবে মরক্কোকে।  

শহীদ

×