ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

ইরানে হামলা হলে হাত ভেঙে দেবে রাশিয়া

প্রকাশিত: ২১:০৫, ১৮ জানুয়ারি ২০২৫

ইরানে হামলা হলে হাত ভেঙে দেবে রাশিয়া

ছবিঃ সংগৃহীত

ট্রাম্পের ক্ষমতা গ্রহণের মাত্র দুইদিন আগে আমেরিকাকে সবচেয়ে বড় ধাক্কা দিল রাশিয়া ও ইরান। শুক্রুবার মস্কোতে ঐতিহাসিক এক কৌশলগত সহায়তা চুক্তি সাক্ষর করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান। এর ফলে ইরানে কেউ হামলা করলে তার প্রতিশোধ নিতে এগিয়ে আসবে রাশিয়া। তেমনি রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে আর কোন বাঁধা রইলো না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর।

আর্থিক সামরিক ও পারমাণবিক সহায়তা থেকে পশ্চিমাদের নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিরোধের গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে চুক্তির তালিকায়। ট্রাম্পের ক্ষমতা নেয়ার উপর ইরানকে ঘুরিয়ে ফেলার হুমকি দেয়া আমেরিকা যে রাশিয়া ইরানের এমন চুক্তিতে চুপসে যাবে তা উঠে আসছে বিশেষজ্ঞদের কথায়। মধ্যপ্রাচ্যে আমেরিকাকে টিকতে না দেয়া ইরান বরাবরই মার্কিন প্রশাসনের বড় শত্রু । এছাড়া আমেরিকার মিত্র ইসরাইলকেও ইসলামী প্রতিরোধ দলগুলোর মাধ্যমে ব্যাপক চাপে রাখে ইরান। তাও মার্কিন প্রশাসনে যে প্রেসিডেন্ট আসুক না কেন ইরানকে ঘিরে কঠোর পরিকল্পনার ঘোষণা আসতে থাকে।

ট্রাম্প ক্ষমতা নেয়ার আগেই দিচ্ছেন নিষেধাজ্ঞা সহ একের পর এক হুমকি। ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা দেশগুলো থেকে  একেবারেই বিচ্ছিন্ন রাশিয়া। প্রায় তিন বছরের যুদ্ধ আর পাহাড়সম নিষেধাজ্ঞাতেও রুশ প্রেসিডেন্ট পুতিনকে টলাতে পারেনি পশ্চিমারা। এবার আমেরিকার এই চিরশত্রু দুই দেশ নিজেদের বন্ধন আরও জোরালো করেছে। পশ্চিমাদের আধিপত্য কমাতে কয়েক বছর ধরেই নিজেদের সম্পর্ক ধরা ছোয়ার বাইরে নিয়ে গেছে ইরান ও রাশিয়া। দুই দেশের এমন বন্ধুত্বে পশ্চিমা নিষেধাজ্ঞা টলাতে পারেনি মস্কো ও তেহরানকে। রাশিয়া সফরে এই চুক্তি সম্পন্ন করেছে ইরানের প্রেসিডেন্ট। এর ফলে দুই দেশের অস্ত্র আদানপ্রদানে আর কোন গোপনীয়তা থাকবে না।

যৌথ সামরিক মহড়া সহ মিলিত ভাবে সামরিক প্রযুক্তি আরও উন্নত করবে দেশ দুইটি। ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে অবকাঠামো নির্মাণ সহ সব ধরনের সহযোগিতা করবে রাশিয়া। ট্রাম্প ক্ষমতা নেয়ার আগে ইরানকে দুনিয়ার মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিচ্ছে, ট্রাম্পকে হত্যা চেষ্টার অভিযোগও ইরানের দিকে মার্কিন প্রশাসনের। কয়েকদিন আগে মার্কিন গণমাধ্যম জান্য, মধ্যপ্রাচ্যের এই ইসরাইল বিরোধী দেশটিকে ধ্বংস করতে সরাসরি হামলা চালাতে পারে আমেরিকা।  

 

সূত্রঃ https://youtu.be/fTjTmFW1_dw?si=XGFBSzTcCB4saAWp

রিফাত

×