ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

বাংলাদেশের নির্বাচন ও সীমান্ত ইস্যুতে সর্বশেষ অবস্থান জানালো ভারত

প্রকাশিত: ১৬:৩৭, ১৮ জানুয়ারি ২০২৫

বাংলাদেশের নির্বাচন ও সীমান্ত ইস্যুতে সর্বশেষ অবস্থান জানালো ভারত

ছবিঃ সংগৃহীত

ঢাকা ও দিল্লির সম্পর্ক নিয়ে সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ ইস্যুতে মন্তব্য না করে ভারতের অবস্থান পরিষ্কার করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশের দ্রুত নির্বাচন প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যের প্রেক্ষিতে ভারতের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে মুখপাত্র রণধীর জেসওয়াল কোনো সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

তিনি বলেন, "ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চায়। দুই দেশের জনগণের মঙ্গলই আমাদের লক্ষ্য।" এ ছাড়া সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের সফরে গিয়েও একই মনোভাব ব্যক্ত করেছেন বলে উল্লেখ করেন তিনি।

সীমান্ত চুক্তি পুণর্মূল্যায়নের বিষয়ে বাংলাদেশের এক উপদেষ্টার বক্তব্য এবং সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণ নিয়ে সাম্প্রতিক উত্তেজনা সম্পর্কে প্রশ্ন করা হলে জেসওয়াল সরাসরি এড়িয়ে যান। তবে তিনি বলেন, "সীমান্ত অপরাধ দমন ও আন্তঃসীমান্ত নিরাপত্তা জোরদার করতে ভারত অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে সীমান্তে বেড়া দেওয়ার পাশাপাশি প্রযুক্তিগত সহায়তা এবং আলো স্থাপন করা হবে।"

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অস্থায়ী হাইকমিশনারকে ডেকে ভারতের মনোভাব স্পষ্ট করে জানানো হয়েছে যে, সীমান্ত অপরাধ রোধ করতে ভারত কড়াভাবে ব্যবস্থা নিচ্ছে। তবে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারে ভারতের ইতিবাচক মনোভাব অপরিবর্তিত।

তথ্যসূত্রঃ আরটিভি নিউজ

ভিডিও লিঙ্কঃ https://youtu.be/mSnTHCHtnXk?si=xXNAg45fXEyehQ6h

×