ছবি : সংগৃহীত
সম্প্রতি ‘গ্লোবালভাইরালভিডিও’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে, ক্যাফের মধ্যে চলাফেরা করছে সিংহ।
ধরুন আপনি ক্যাফেতে বসে খাওয়াদাওয়া করছেন। এমন সময় কানে এল গর্জন। দেখলেন ক্যাফের ভিতরেই হাটাহাটি করছে সিংহ। তবে ভয় নেই সিংহগুলো কাচের ঘরে বন্দি। তাদের আদর করতে গেলে সেই কাচের ঘরের ভিতরেই প্রবেশ করতে হবে আপনাকে।
সেই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি সিংহকে আদর করছেন এক তরুণী। আদর খেয়ে মেঝের উপর শুয়ে পড়েছে সিংহটি।
ক্যাফের মালিক অনুমতি নিয়ে সেখানে সিংহ রেখেছেন। এটি দেখার পর অনেকেই এই ক্যাফে নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। ক্যাফেটি থাইল্যান্ডের ফুকেটে অবস্থিত।
একজন কমেন্টে লিখেছেন, ‘‘কী সুন্দর! আমিও এমন অভিজ্ঞতা চাই।’’
অনেকে আবার এ নিয়ে আপত্তিও জানিয়েছেন।
শিলা ইসলাম