ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

২০০ রোগীকে যৌন নির্যাতনের দায়ে এক চিকিৎসক অভিযুক্ত

প্রকাশিত: ১৩:৩৫, ১৮ জানুয়ারি ২০২৫

২০০ রোগীকে যৌন নির্যাতনের দায়ে এক চিকিৎসক অভিযুক্ত

ছবি: সংগৃহীত

ঘটনাটি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্যের। সেখানে এক চিকিৎসক এক দশকেরও বেশি সময় ধরে দুই শতাধিক রোগীর ওপর যৌন নিপীড়ন চালিয়েছেন। এই ঘটনায় সংশ্লিষ্ট গ্র্যান্ড জুরি ওই চিকিৎসককে তার চিকিৎসক পেশা থেকে অবসর নিতে নির্দেশ দিয়েছে।

সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে, অভিযুক্ত চিকিৎসকের নাম ডেরিক টড। কয়েকজন রোগী তার বিরুদ্ধে মামলা করার পর এই ঘটনার প্রকৃততা প্রকাশ পায়।

অভিযোগে বলা হয়, ডেরিক টড রোগীদের থেকে কোনো ধরনের প্রয়োজন ছাড়াই তাদের শ্রোণীদেশের থেরাপি করেছেন এবং স্তন ও জননেন্দ্রীয় পরীক্ষাও করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ, ২০১০ সাল থেকে তিনি এসব যৌন নিপীড়ন চালিয়ে আসছিলেন।

মিডলসেক্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, টডকে দুই নারীর যৌন নিপীড়ন এবং ধর্ষণের মামলায় অভিযুক্ত করা হয়েছে।

তবে, শুক্রবার টড আদালতে নিজের অপরাধ মুক্ত থাকার কথা দাবি করেন। বর্তমানে ১০ হাজার ডলার মুচলেকায় তিনি জামিনে আছেন।

এদিকে, গ্র্যান্ড জুরি টডকে ভুক্তভোগীদের কাছ থেকে দূরে থাকতে এবং তাদের সঙ্গে কোনো যোগাযোগ না করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি, তার পাসপোর্ট ও চিকিৎসাসংক্রান্ত সব অনুমতিপত্র জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। আর তিনি যাতে নতুন করে চিকিৎসা পেশায় যোগ না দিতে পারেন, সেই বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই ঘটনা জনগণের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং পেশাদার চিকিৎসকদের নৈতিকতার দিকে নতুন করে আলো ফেলেছে।

 সূত্র: https://www.dailymail.co.uk/news/article-14294653/Doctor-Derrick-Todd-charged-rape.html

নুসরাত

×