রেস্টুরেন্টে খাবার খাচ্ছেন বোরকা পরা নারী।
১৩ সেকেন্ডের একটি ভিডিওতে তোলপাড় সৃষ্টি হয়েছে দুবাই জুড়ে। ভিডিওতে দেখা যায়, একজন নারীর রেস্টুরেন্টে খাবার খাচ্ছেন। ওই নারী বোরকা পরিহিত ছিলেন। আর বোরকা পরায় অনেকটা উপহাস করেই অপর একজন পর্যটক ভিডিওটি ধারণ করেন। দুবাইয়ের এ ঘটনাটি ঘটে এবার তদন্তে নেমেছে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ১৩ সেকেন্ডের একটি ভিডিও দুবাইয়ে ক্ষোভ ও সাংস্কৃতিক বিতর্কের সৃষ্টি করেছে, যা নিয়ে বর্তমানে বিশ্বজুড়ে চলছে আলোচনা ও সমালোচনা। ভিডিওটিতে নোংরা কোনও দৃশ্য কিংবা সমালোচনা করার কোনো বিষয় নেই। তবুও এটি নিয়ে এত আলোড়ন সৃষ্টি হওয়ার মূল কারণ হচ্ছে ভিডিওটি উদ্দেশ্য।
ভাইরাল সেই ভিডিওতে দুবাইয়ের একটি রেস্টুরেন্টে একজন নারীকে খেতে দেখা যায়। নারীটি বোরকা পরিহিত ছিলেন। আর তাকে ভিডিওতে ধারণের সময় ক্যামেরার পিছনে হাসতে শোনা যায়। ভিডিও ধারণকারীকে পরে বোরকা পরিহিত নারী থেকে ক্যামেরা সরিয়ে নিজেদের খাবারের টেবিলে নিয়ে আসলে আরো বেশি উপহাসের দৃশ্য উঠে আসে।
দুবাই আধুনিক চিন্তা ও পর্যটন বান্ধব হলেও দেশটি একটি মুসলিম রাষ্ট্র যেখানে রক্ষণশীলতার ছাপ এখনও রয়েছে। আর নারীদের ক্ষেত্রে এই রক্ষণশীলতাকে দেওয়া হয় সবচেয়ে বেশি গুরুত্ব। কারণ, সংযুক্ত আরব আমিরাত ইসলামী ঐতিহ্যের কঠোর অনুসারী হিসেবে পরিচিত। তাই তো দেশটির স্থানীয় মহিলাদের সুস্পষ্ট সম্মতি ছাড়া তাদের ভিডিও ধারণ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
এদিকে, ভাইরাল সেই ভিডিওটি উক্ত নারীর সম্মতি না নিয়ে তোলা হয়েছেই, একই সঙ্গে বোরকা পরায় তাকে নিয়ে উপহাসও করে অভিযুক্ত পর্যটক। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের ভিডিওটি প্রকাশিত হওয়ার পর সেটি ২৬ লাখ মানুষ দেখে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমেই সম্মতি না নিয়ে ভিডিও তোলা ও বোরকা পরায় উপহাস করার জন্য বিতর্কের সৃষ্টি হয়। দাবি তোলা হয়, ভিডিও ধারণকারীকে আইনের আওতায় আনার।
এই ঘটনায় দুবাই পুলিশের কাছে অনেক অভিযোগ আসলে তারা এক বিবৃতিতে জানিয়েছে, আপনার অভিযোগের জন্য দুবাই পুলিশ সদর দপ্তরকে ধন্যবাদ। বিষয়টি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
এম হাসান