ভুটান সীমান্তের ভুলন চৌপথীর মাঠে ভারতীয় সেনা জওয়ানদের পক্ষ থেকে অস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে যেখানে ভারতীয় সেনাদের শিখ রেজিমেন্টের জওয়ানরা দেখাচ্ছেন যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন অস্ত্রগুলি। সেনা দিবস উপলক্ষে দেশটি এই প্রদর্শনীর আয়োজন করে।
ভারতীয় সেনার শিখ রেজিমেন্ট ছাড়াও, গোর্খা রেজিমেন্টের জওয়ানরা রয়েছেন এই প্রদর্শনীতে।অস্ত্র দেখার অনুমতি মিলেছে ২০ টি স্কুলের।
যুদ্ধে ব্যবহৃত রাইফেল, কামানের মডেল এনেছেন সেনা জওয়ানরা। স্কুলের বাচ্চাদের অস্ত্রের কী কাজ রয়েছে সেগুলি বোঝাচ্ছেন তারা।অনেকে বাচ্চাদের এই অস্ত্র দেখানোকে সমালোচনা করলেও অনেকেই আবার প্রশংসা করছেন।
সূত্র: নিউজ ১৮
ফুয়াদ