ছবিঃ সংগৃহীত
মুম্বাইয়ের বান্দ্রায় বৃহস্পতিবার ভোরবেলায় বলিউড অভিনেতা সাইফ আলি খানের বাড়িতে এক আততায়ী ছুরি নিয়ে হামলা চালান। ঘটনা ঘটে রাত ২:৩০ মিনিটের দিকে। আহত অবস্থায় সাইফকে দ্রুত লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার অস্ত্রোপচার করা হয়।
ঘটনাটির সর্বশেষ আপডেট:
পুলিশ এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তবে ওই ব্যক্তিই হামলাকারী কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সাইফের জনসংযোগ দল এক বিবৃতিতে জানিয়েছে, “সাইফ আলি খান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। আমরা সকলের কাছে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানাচ্ছি, কারণ পুলিশ এখনও তদন্ত চালাচ্ছে।”
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আততায়ী বাড়িতে প্রবেশ করে সাইফের সঙ্গে শারীরিক লড়াইয়ে লিপ্ত হয়। পরিবারে কিছু সদস্য তখন বাড়িতেই ছিলেন। ছুরির আঘাতে সাইফ আহত হলেও এখন তিনি বিপদমুক্ত।
পুলিশের প্রাথমিক ধারণা, ঘটনার পেছনে ডাকাতির উদ্দেশ্য থাকতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা আর কিছু জানাতে নারাজ।
বান্দ্রা পুলিশ দ্রুত তদন্ত শুরু করেছে এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি বা উদ্দেশ্য সম্পর্কে জানার চেষ্টা চালাচ্ছে।
মারিয়া