ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১

ইসরাইল ও ফিলিস্তিনের যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর

প্রকাশিত: ১২:৫৭, ১৭ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৩:০২, ১৭ জানুয়ারি ২০২৫

ইসরাইল ও ফিলিস্তিনের যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর

অবশেষে কাতারের দোহায় একটি গুরুত্বপূর্ণ যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছে ইসরাইল এবং ফিলিস্তিনের স্বাধীনতা সংস্থা হামাস। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
চুক্তিতে কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলও স্বাক্ষর করেছেন। বিবৃতিতে জানানো হয়, এই চুক্তি ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে দীর্ঘদিনের সংঘাত নিরসনে একটি নতুন অধ্যায় সূচিত করবে। এটি মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি বড় অগ্রগতি বলে বিবেচিত হচ্ছে।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিস জানিয়েছে, বহু আলোচনার পর যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত হয়েছে।শনিবার ইসরাইলি মন্ত্রিসভায় এই চুক্তির বিস্তারিত আলোচনা এবং অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সরকারের নিরাপত্তা মন্ত্রিসভা এবং পরে পুরো সরকারকে এই চুক্তি অনুমোদন করতে হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আশা করেছেন, রবিবার যুদ্ধবিরতি কার্যকর হবে ।
গাজার পরিস্থিতি এখনো উত্তপ্ত। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, চুক্তি ঘোষণার পর থেকে ইসরাইলি হামলায় অন্তত ৮০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরাইলি সেনাবাহিনী বলছে, তারা গাজায় ৫০টিরও বেশি স্থানে হামলা চালিয়েছে।

 

সূত্র:বিবিসি নিউজ

আফরোজা

×