ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৭ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১

বাংলাদেশের নামে সরকারের কাছে নালিশ দিবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী

প্রকাশিত: ১১:৩৭, ১৭ জানুয়ারি ২০২৫

বাংলাদেশের নামে সরকারের কাছে নালিশ দিবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। ছবি: সংগৃহীত

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বুধবার রাজ্য বিধানসভায় আশ্বাস দিয়েছেন যে বাংলাদেশের কাইলাশহর সাবডিভিশনের বিপরীতে তৈরি হওয়া একটি বৃহৎ বাঁধ নির্মাণের বিষয়ে তিনি কেন্দ্রের কাছে বিষয়টি উপস্থাপন করবেন।

কংগ্রেস বিধায়ক বিরজিত সিনহা এই বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আনেন। তিনি বলেন, “বাংলাদেশ সরকার কাইলাশহরের বিপরীতে একটি বিশাল বাঁধ নির্মাণ করছে। আমাদের রঙ্গোটি এলাকায় প্রায় ৪০ বছরের পুরনো একটি বাঁধ রয়েছে। এটি দ্রুত শক্তিশালী করা না হলে বন্যার সময় সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হবে।”

রাজ্যের মৎস্যমন্ত্রী সুধাংশু দাস, যিনি উনাকোটি জেলার বাসিন্দা, বলেছেন, “এটি একটি আন্তর্জাতিক ইস্যু এবং ত্রিপুরার ভারত-বাংলাদেশ সীমান্তের কিছু অংশ এখনও বেড়া-বিহীন। ফলে সীমান্ত এলাকায় গবাদি পশু পাচারের মতো ঘটনা ঘটে।”

মুখ্যমন্ত্রী সাহা বলেন, “এটি একটি আন্তর্জাতিক বিষয়। আমি ইতিমধ্যেই দিল্লিতে রিপোর্ট পাঠিয়েছি যাতে বাঁধগুলোকে শক্তিশালী করার প্রস্তাব দেওয়া যায়। আমি আবারও কেন্দ্রের কাছে এই বিষয়টি উত্থাপন করব।”

সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড

নাহিদা

×