ছবি : সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের দৌড়ঝাপ ছিল চোখে পড়ার মতো। পিটার হাসের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের নৈশভোজ, পিটার হাসের সঙ্গে বিএনপি মহাসচিবের বৈঠকের খবর, সব মিলিয়ে সে সময় বেশ আলোচনায় ছিলেন মার্কিন রাষ্ট্রদূত।
কিন্তু গেল বছর ৭ জানুয়ারির নির্বাচনের পর খুব বেশি আলোচনায় ছিলেন না ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। দীর্ঘদিন পর আবারো বাংলাদেশ ইস্যুতে কথা বললেন আরেক মার্কিন রাষ্ট্রদূত।
তবে এবার তিনি বাংলাদেশে নয়, ভারতে নিযুক্ত। ভারতীয় সংবাদ মাধ্যম ডব্লিউআইওএন-কে বাংলাদেশ নিয়ে সাক্ষাৎকার দেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ইরিক গার্সেটি। তিনি বলেন, ভারত এবং যুক্তরাষ্ট্রের একই চাওয়া, আমরা বাংলাদেশের শান্তি এবং গণতন্ত্র দেখতে চাই।
গণতন্ত্রই বাংলাদেশের নতুন অধ্যায় খুলে দিতে পারে। এমনকি বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন হওয়া উচিত বলেও মনে করেন তিনি। এই প্রথম বাংলাদেশের নির্বাচন নিয়ে কোন মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত এই মার্কিন রাষ্ট্রদূত।
ইরিক গার্সেটি বলেন, আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশ কিংবা যেকোনো দেশেই হোক না কেন, ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন করা উচিত নয়।
মো. মহিউদ্দিন