ছবি: সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান বুধবার কড়া হুঁশিয়াারি দিয়েছেন যে, তুরস্ক সিরিয়ার সকল সন্ত্রাসীদের, যার মধ্যে ইসলামিক স্টেট এবং কুর্দি বিদ্রোহীরাও অন্তর্ভুক্ত, দমন করার ক্ষমতা রাখে। তিনি সকল দেশকে "সিরিয়া থেকে হাত সরিয়ে নিতে" আহ্বান জানিয়েছেন।
গত মাসে বাশার আল-আসাদের পতনের পর থেকে, তুরস্ক বারবার বলেছে যে কুর্দি ওয়াইপিজি মিলিশিয়াদের ভেঙে দেওয়ার সময় এসেছে। আঙ্কারা এই গ্রুপটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে, যারা যুক্তরাষ্ট্র-সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর নেতৃত্ব দেয়।
আঙ্কারা বলেছে, নতুন সিরিয়ান প্রশাসনকে ওয়াইপিজি সমস্যার সমাধানের সুযোগ দেওয়া উচিত। তবে তুরস্ক উত্তর-পূর্ব সিরিয়ায় এই মিলিশিয়া গ্রুপের বিরুদ্ধে নতুন সীমান্তপারের অভিযান চালানোর হুমকিও দিয়েছে।
সংসদে বক্তব্য রাখতে গিয়ে এরদোয়ান বলেন, "ওয়াইপিজি এখন সিরিয়ার সবচেয়ে বড় সমস্যা। তারা অস্ত্র না ছাড়লে তাদের অবশ্যম্ভাবী পতন হবে।"
তিনি আরও বলেন, "ইসলামিক স্টেটের মতো অজুহাতগুলো এখন আর বিশ্বাসযোগ্য নয়। যদি সত্যিই সিরিয়া ও অঞ্চলে ইসলামিক স্টেটের হুমকি থাকে, তাহলে এই সমস্যার সমাধানে সবচেয়ে বড় শক্তি তুরস্ক।"
এরদোয়ান জোর দিয়ে বলেন, "সবাইকে সিরিয়া থেকে হাত সরিয়ে নিতে হবে এবং আমরা আমাদের সিরিয়ান ভাই-বোনদের সঙ্গে মিলে ইসলামিক স্টেট, ওয়াইপিজি এবং অন্যান্য সন্ত্রাসী সংগঠনগুলোর মাথা চূর্ণ করতে পারব।"
তুরস্ক বারবার তাদের ন্যাটো মিত্র যুক্তরাষ্ট্রকে এসডিএফের প্রতি সমর্থন বন্ধ করার আহ্বান জানিয়েছে। তারা বলেছে, নতুন সিরিয়ান প্রশাসন জঙ্গিদের আটক কেন্দ্রে ব্যবস্থাপনা নিতে প্রস্তুত।
সূত্র: রয়টার্স
নাহিদা