ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১

আমোদ ফুর্তির বাংলোগুলো পুড়ে ছাই, ধ্বংসস্তূপ মনে করায় গাজাকে

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ২২:৪৪, ১৫ জানুয়ারি ২০২৫; আপডেট: ২৩:০৭, ১৫ জানুয়ারি ২০২৫

আমোদ ফুর্তির বাংলোগুলো পুড়ে ছাই, ধ্বংসস্তূপ মনে করায়  গাজাকে

ছবিঃ সংগৃহীত

সম্প্রতি ক্যালিফোর্নিয়ার মালিবু ও সান্তা মনিকা অঞ্চলের বিলাসবহুল বাড়িগুলোতে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এই অঞ্চলে বসবাসকারী হলিউড তারকা ও ধনকুবেরদের কোটি কোটি ডলার মূল্যের বাংলো পুড়ে ছাই হয়ে গেছে। প্যারিস হিলটন ও কমেডিয়ান বিল ক্রিস্টালসহ বহু সেলিব্রিটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।আমোদ ফুর্তির বাংলোগুলো পুড়ে ছাই, ধ্বংসস্তূপ মনে করায়  গাজাকে। বছরের পর বছর ধরে ইসরাইলকে সমর্থন করে এসেছে তারা, গাজন নিরীহ মানুষের চিৎকার তাদের কান অব্দি পৌঁছায়নি এখন তারাই হয়ে গেছে আরেক দ্বিতীয় গাজা, প্রকৃতি মনে হয় এভাবেই মনে করিয়ে দেয় যে প্রকৃতি সবার জন্য সমান।

শুকনো আবহাওয়ার কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়েছে, ফলে রিয়াল এস্টেট ও বীমা প্রতিষ্ঠানগুলোর জন্য বিরাট চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এই বিপর্যয়ে প্রায় ৫২ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে এবং বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। স্থানীয় প্রশাসন উদ্ধার কার্যক্রম শুরু করেছে, তবে ক্ষতির পরিমাণ এত বিশাল যে পুরো পুনর্বাসন প্রক্রিয়া চলতে দীর্ঘ সময় লাগবে।

জাফরান

×