ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

রাশিয়াকে কড়া বার্তা দিলো ভারত!

প্রকাশিত: ১৬:৪২, ১৫ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৭:০৪, ১৫ জানুয়ারি ২০২৫

রাশিয়াকে কড়া বার্তা দিলো ভারত!

ছবি: সংগৃহীত

ইউক্রেনের সংঘাতে আরও এক ভারতীয় নাগরিকের মৃত্যুর পর রাশিয়ার সামরিক বাহিনীতে থাকা সকল ভারতীয় নাগরিককে মুক্তির দাবি জানিয়েছে ভারত। এ নিয়ে ভারতীয় নাগরিকের নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১০।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেরালার এক ভারতীয় নাগরিক নিহত এবং একই রাজ্যের আরেকজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির পরিচয় বিনিল বাবু (৩১) হিসেবে জানা গেছে, যিনি কেরালার ত্রিশূর জেলার কুট্টানেল্লুর এলাকার বাসিন্দা।

ভারতীয় পক্ষ বারবার রাশিয়ার সামরিক ইউনিটে কর্মরত ভারতীয় নাগরিকদের মুক্তির দাবি জানিয়েছে, বিশেষ করে যারা রান্নার কাজ বা অন্যান্য সহায়তাকারী হিসেবে কর্মরত। ইউক্রেনের যুদ্ধে অন্তত নয়জন ভারতীয়ের মৃত্যুর পর এই বিষয়টি ভারত সরকারের জন্য অগ্রাধিকারে পরিণত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দুইবার এই বিষয়টি উত্থাপন করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আমরা কেরালার এক ভারতীয় নাগরিকের মৃত্যু সম্পর্কে জানতে পেরেছি, যিনি রাশিয়ার সামরিক বাহিনীতে যোগ দিয়েছিলেন। আরেকজন ভারতীয় নাগরিক আহত হয়েছেন এবং তিনি মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন।”

তিনি আরও বলেন, “মস্কোতে রাশিয়ান কর্তৃপক্ষ এবং নয়াদিল্লিতে রাশিয়ান দূতাবাসের সঙ্গে আমরা এই বিষয়টি শক্তভাবে উত্থাপন করেছি। বাকি ভারতীয় নাগরিকদের দ্রুত মুক্তি ও প্রত্যাবর্তনের দাবি আবারও জানানো হয়েছে।”

রাশিয়ার সামরিক বাহিনীতে থাকা ভারতীয়দের সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়নি। তবে ভারত সরকারের পক্ষ থেকে নিহত ব্যক্তির মরদেহ দ্রুত দেশে ফেরানোর কাজ চলছে বলে জানানো হয়েছে।

গত অক্টোবর মাসে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছিলেন, রাশিয়ার সামরিক বাহিনী থেকে মোট ৮৫ জন ভারতীয় মুক্তি পেয়েছেন এবং আরও ২০ জনের মুক্তির জন্য কাজ চলছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের সামরিক সেবা চুক্তি বাতিল না করায় কিছু ভারতীয়ের মুক্তি বিলম্বিত হয়েছিল। রাশিয়ার দূতাবাস জানিয়েছিল, ২০২৪ সালের এপ্রিলে ভারতীয়দের নিয়োগ বন্ধ করা হয় এবং যারা স্বেচ্ছায় চুক্তিতে সই করেছিলেন, তাদের দ্রুত মুক্তি দেওয়ার জন্য কাজ চলছে।

ভারতীয় পক্ষের দাবি, অনেক ভারতীয়কে প্রতারণামূলক নিয়োগ এজেন্টদের মাধ্যমে রাশিয়ার সামরিক বাহিনীতে নিয়ে যাওয়া হয়েছিল। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) গত বছর ১৯ ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করে এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে।

পররাষ্ট্র মন্ত্রণালয় নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছে, মস্কোর ভারতীয় দূতাবাস সংশ্লিষ্ট পরিবারগুলির সঙ্গে যোগাযোগ রাখছে এবং সর্বাত্মক সহায়তা করা হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

নাহিদা

×