ছবিঃ সংগৃহীত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে অবশেষে নানা নাটকীয়তার পর গ্রেফতার করা হয়েছে। কয়েক ঘণ্টার চেষ্টার পর কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
বুধবার সকালে, ইউনের সহযোগীরা একটি পূর্ব-রেকর্ড করা ভিডিও প্রকাশ করেন। সেখানে ইউন বলেছেন যে তিনি সহিংসতা এড়ানোর জন্যই তদন্তকারীদের সামনে হাজির হয়েছেন। তবে তিনি এই গ্রেফতারকে "অবৈধ" বলে আখ্যায়িত করেছেন। ইউন বলেন, "আজ যখন আমি দেখলাম তারা অগ্নিনির্বাপক সরঞ্জাম নিয়ে নিরাপত্তা বেষ্টনি ভাঙার চেষ্টা করছে, তখনই আমি তদন্তকারীদের সামনে উপস্থিত হওয়ার সিদ্ধান্ত নিই। যদিও এটি একটি অবৈধ তদন্ত, কিন্তু আমি নিশ্চিত করতে চেয়েছি যে কোনও অপ্রত্যাশিত রক্তপাত না ঘটে।"
তদন্তকারীরা মাসের শুরুতে তাকে গ্রেফতারের চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন। তবে এবার সফল হন। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এই প্রথমবার কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টকে গ্রেফতার করা হলো।
সূত্রঃ https://www.youtube.com/watch?v=TjPr2CJ01Ic&ab_channel=JamunaTV
জাফরান