ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

ফিলিস্তিনপন্থিদের তোপের মুখে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১৬:০৬, ১৫ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৬:১০, ১৫ জানুয়ারি ২০২৫

ফিলিস্তিনপন্থিদের তোপের মুখে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতি নিয়ে তৈরি হয়েছে আশাবাদ। এরই মধ্যে উপত্যকার শাসন নিয়ে শুরু হয়ে গেছে আবারো জোরালো আলোচনা। 

ওয়াশিংটনের আটলান্টিক কাউন্সিলের এই আয়োজনে এই ইসুতে কথা বলছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিনকেন।
 
তার সেই বক্তব্য শুরু করতে না করতেই যুদ্ধাপরাধী এবং গণহত্যার আখ্যা দিয়ে দিয়েছিলেন ফিলিস্তিনপন্থী একজন নারী। পরিস্থিতি বিগড়ে যেতে থাকলে নিরাপত্তাকর্মীরা সেই নারীকে সরিয়ে নিয়ে যান। 

এরপর আবারও বক্তৃতা শুরু করতে যাচ্ছিলেন ব্লিনকেন। কিন্তু সেখানেও আবার থেমে যেতে হয়েছিল তাকে। নতুন করে আবার আখ্যা দেওয়া হয় সেক্রেটারি অফ জেনোসাইট বলে। হাজার হাজার ফিলিস্তিনি কে হত্যা করার জন্য কখনো ক্ষমা পাবেন না তিনি, এমনটা বলে আবারো শোরগোল শুরু করে দেন এক নারী। 

নিরাপত্তাকর্মীরা আবারও সেই নারীকে সরিয়ে নিয়ে যেতে থাকেন। সেই নারী চলে গেলে আবার বক্তৃতা শুরু করতে যাবেন ব্লিনকেন। ঠিক সেই সময় একই ঘটনা আবার ঘটে। 

মার্কিন জনগণের করের টাকায় ফিলিস্তিনিদের উপর এমন ভয়ঙ্কর নির্যাতন ও ধ্বংসযজ্ঞ চালানোর তীব্র প্রতিবাদ জানান ফিলিস্তিনপন্থী এক মার্কিন যুবক। 

এমন পরিস্থিতিতে হতভম্ব হয়ে যায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। এই ঘটনা থেকে নিজেকে সামলে নিয়ে আবারও বক্তব্য শুরু করতে অনেকটা সময় লেগে যায় তার। 

সূত্রঃ https://www.youtube.com/watch?v=5cCuB5zDKSM

শিলা ইসলাম

×