ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস

প্রকাশিত: ০৯:৩৫, ১৫ জানুয়ারি ২০২৫

টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস

যুক্তরাজ্যের অর্থনীতিবিষয়ক মিনিস্টারের পদ থেকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগের পর অর্থনীতিবিষয়ক মিনিস্টার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে লেবার পার্টির এমপি এমা রেনল্ডসকে (৪৭)। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) এমপি এমা রেনল্ডসকে নিয়োগ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি) ছিলেন টিউলিপ সিদ্দিক। মন্ত্রী হিসেবে যুক্তরাজ্যের  আর্থিক খাতে দুর্নীতি দমনের দায়িত্বে ছিলেন টিউলিপ সিদ্দিক। কিন্তু তার বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ ওঠে।

দুর্নীতির অভিযোগ ওঠার পর টিউলিপকে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে আহ্বান জানান বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনক।

এমা রেনল্ডস বর্তমানে দক্ষিণ ইংল্যান্ডের ওয়াইকম্ব নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করেন। তিনি ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে মধ্য ইংল্যান্ডের বিভিন্ন আসন থেকে নির্বাচন করে আইনপ্রণেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
 

মনিষা মিম

×