ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

ইসরাইলের দখলদার নীতি বৈশ্বিক ন্যায়বিচারের জন্য হুমকি

প্রকাশিত: ০৫:৫৬, ১৫ জানুয়ারি ২০২৫; আপডেট: ০৬:১৭, ১৫ জানুয়ারি ২০২৫

ইসরাইলের দখলদার নীতি বৈশ্বিক ন্যায়বিচারের জন্য হুমকি

ছবি : সংগৃহীত

ইসরাইলের দখলদার নীতি কেবল আঞ্চলিক দেশগুলোর জন্য নয়, বৈশ্বিক ন্যায়বিচার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

শুক্রবার (১০ জানুয়ারি) ইস্তাম্বুলে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন তিনি।


বৈঠকে দক্ষিণ সিরিয়ায় ইসরাইলের দখলদারিত্বের কারণে তুরস্ক ও ইসরাইলের মধ্যে সংঘাতের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ফিদান বলেন, “এটি শুধু তুরস্কের সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা। আমরা আঞ্চলিক মিত্র, বৈশ্বিক শক্তি এবং অংশীদারদের সঙ্গে একত্রে এই চ্যালেঞ্জ মোকাবিলা করব।”


ফিদান বলেন, ইসরাইলের দখলদার নীতি আন্তর্জাতিক ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে বড় বাধা। এ সমস্যা মোকাবিলায় সবাইকে একযোগে কাজ করতে হবে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

মো. মহিউদ্দিন

×