ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

ক্ষমতা ছাড়ার শেষ মুহূর্তে আবেগে আপ্লুত বাইডেন

প্রকাশিত: ০০:৪৬, ১৫ জানুয়ারি ২০২৫; আপডেট: ০০:৫৮, ১৫ জানুয়ারি ২০২৫

ক্ষমতা ছাড়ার শেষ মুহূর্তে আবেগে আপ্লুত বাইডেন

ছবি: সংগৃহীত

স্থানীয় সময় সোমবার বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার শাসনামলের শেষ বড় বক্তৃতায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির ওপর আলোকপাত করেন। শপথ গ্রহণের আগে আসন্ন ট্রাম্প প্রশাসনকে সতর্ক বার্তা দিয়ে তিনি নিজের নেতৃত্বে অর্জিত সাফল্যগুলো তুলে ধরেন।

বক্তৃতার শুরুতে তিনি যুক্তরাষ্ট্রের নেতৃত্ব পুনঃপ্রতিষ্ঠা এবং মিত্রদের ঐক্যবদ্ধ রাখার জন্য প্রশাসনের প্রচেষ্টাগুলো উল্লেখ করেন। ন্যাটোকে ইউক্রেনের পাশে দাঁড়ানোর জন্য ঐক্যবদ্ধ করার বিষয়ে গর্ব প্রকাশ করেন বাইডেন।

তিনি বলেন, "বিশ্ব এখন একটি পরিবর্তনকালীন সময়ে রয়েছে। আমাদের মিত্ররা আগের যেকোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী, আর প্রতিপক্ষ ও প্রতিযোগীরা দুর্বল।"

ইরান প্রসঙ্গে বাইডেন বলেন, "দুইবার ইসরাইলে হামলা চালিয়েও ইরান ব্যর্থ হয়েছে, কারণ আমরা ইসরাইলের পাশে শক্তভাবে দাঁড়িয়েছিলাম।" চীন ও রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান জোরদার করার কথাও উল্লেখ করেন তিনি।

জলবায়ু পরিবর্তন নিয়ে বাইডেন বলেন, "ক্লিন এনার্জির প্রয়োজনীয়তা নিয়ে যারা সন্দেহ প্রকাশ করেন, তারা ভুল করছেন। এটি মানবতার জন্য সবচেয়ে বড় অস্তিত্বগত হুমকি।"

তিনি প্যারিস জলবায়ু চুক্তিতে পুনরায় যোগদানের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বক্তৃতার শেষাংশে বাইডেন বলেন, "চার বছর আগের তুলনায় আজকের যুক্তরাষ্ট্র অনেক বেশি শক্তিশালী। আমাদের ঐক্যবদ্ধ মিত্রগোষ্ঠী ইতিহাসে আগে কখনো দেখা যায়নি।" বিদায়ী এই ভাষণে বাইডেন যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের জন্য সুস্পষ্ট দিকনির্দেশনাও প্রদান করেন।

ভিডিও দেখুন: https://youtu.be/F1-1sCG9IQg?si=tAT-b2X_RVFjOONv

এম.কে.

×