ছবি: সংগৃহীত
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগসূত্র নিয়ে বিতর্কের জেরে ব্রিটেনের ট্রেজারি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন লেবার পার্টির সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক।
ব্রিটিশ প্রধানমন্ত্রী রিশি সুনাককে লেখা পদত্যাগপত্রে টিউলিপ উল্লেখ করেছেন যে, মন্ত্রিত্ব চালিয়ে যাওয়া সত্ত্বেও তিনি "মন্ত্রীসভার আচরণবিধি লঙ্ঘন করেননি"। তবে তিনি মনে করেন, তার পদে থাকা সরকারের কাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
সম্প্রতি তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি তার খালা শেখ হাসিনার সঙ্গে যুক্ত কিছু সম্পত্তিতে বসবাস করেছেন। শেখ হাসিনা, যিনি বাংলাদেশে টানা ২০ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, আগস্ট মাসে ক্ষমতাচ্যুত হন।
গত সপ্তাহে টিউলিপ নিজেই প্রধানমন্ত্রী কার্যালয়ের নৈতিকতা পরামর্শক বোর্ডে বিষয়টি তদন্তের জন্য আবেদন করেন।
প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার টিউলিপের পদত্যাগপত্র গ্রহণ করে দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানান, স্বতন্ত্র উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসের তদন্তে কোনো ধরনের আর্থিক অনিয়ম বা মন্ত্রীসভার আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়নি।
স্টারমার আরও বলেন, "আপনার পদত্যাগ একটি কঠিন সিদ্ধান্ত, তবে প্রশংসার যোগ্য। ভবিষ্যতে আপনার জন্য এই দরজা খোলা থাকবে।"
ডাউনিং স্ট্রিট থেকে জানানো হয়েছে, টিউলিপের জায়গায় ট্রেজারি মন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন উইকামপের এমপি এমা রেনল্ডস। অন্যদিকে, তার আগের দায়িত্ব অর্থাৎ কর্মসংস্থান ও পেনশন বিভাগে টরস্টেন বেল নিযুক্ত হয়েছেন।
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি তার খালা শেখ হাসিনার ঘনিষ্ঠ মিত্রদের সঙ্গে যুক্ত সম্পত্তিতে বসবাস করেছেন। যদিও তিনি দৃঢ়তার সঙ্গে দাবি করেছেন যে, "আমি কোনো অন্যায় করিনি"।
তবে এই বিতর্কের মধ্যেই ব্রিটিশ কনজারভেটিভ দলের নেতা কেমি বাডেনক প্রধান বিরোধী দলীয় নেতা স্যার কেয়ার স্টারমারের প্রতি টিউলিপকে বরখাস্ত করার আহ্বান জানান।
শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর আগস্ট মাসে তিনি ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন। পাশাপাশি, টিউলিপের নাম বাংলাদেশি আদালতের নথিতে রাশিয়ার সরকারের সঙ্গে বৈঠকের প্রসঙ্গেও উঠে এসেছে।
টিউলিপ সিদ্দিক সম্প্রতি একটি সরকারি প্রতিনিধি দলের সঙ্গে চীনে যাওয়ার কথা থাকলেও, নিজেকে নির্দোষ প্রমাণের লড়াইয়ে যুক্তরাজ্যে থেকে যান।
এই পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে, যা বাংলাদেশের রাজনীতির সঙ্গে ব্রিটেনের একটি নতুন যোগসূত্রকে সামনে নিয়ে এসেছে।
সূত্র: স্কাই নিউজ
এম.কে.