ছবি: সংগৃহীত
টিউলিপ সিদ্দিককে ঘিরে বিতর্কের ঝড় যেন থামছেই না। এবার যুক্তরাজ্যের দুর্নীতিবিরোধী জোট ইউকে অ্যান্টি করাপশন কোয়ালিশন সরাসরি তার পদত্যাগের দাবি তুলেছে। যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী হিসেবে টিউলিপের বিরুদ্ধে গুরুতর অর্থ আত্মসাত ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ উঠেছে।
জোটের এক বিবৃতিতে বলা হয়েছে, টিউলিপ যুক্তরাজ্যের মানি লন্ডারিং নিয়ন্ত্রণ কাঠামো এবং অর্থনৈতিক অপরাধ মোকাবিলার দায়িত্বে রয়েছেন। অথচ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ এই দায়িত্বের সঙ্গে সাংঘর্ষিক।
এতে আরও উল্লেখ করা হয়, টিউলিপের পারিবারিক সম্পর্ক বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে, যারা দুর্নীতির জন্য আন্তর্জাতিকভাবে সমালোচিত।
সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, টিউলিপ লন্ডনে আওয়ামী লীগের মিত্রদের কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট নিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশের নয়টি মেগা প্রকল্পে ৮০ হাজার কোটি টাকার দুর্নীতি নিয়ে টিউলিপসহ শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়ের নামও এসেছে।
ব্রিটিশ বিরোধীদলীয় নেতা ক্যামি ব্যাডেন এ পরিস্থিতিতে টিউলিপকে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন। অন্যদিকে, যুক্তরাজ্যের গণমাধ্যমে এই বিতর্ক নিয়ে আলোচনা চলছে।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের অর্থমন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে ক্রমাগত বিতর্ক ও অভিযোগের মুখে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে।
ভিডিও দেখুন: https://youtu.be/pohTnRdWdj8?si=HuAxDzHo6tFgGHG4
এম.কে.