ছবি: সংগৃহীত
ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন সূত্রের খবর দাবি করছে, বরফে ঢাকা এলএসিতে অত্যধিক উচ্চতায় পিপল লিবারেশন আর্মির ঝিংজিয়ান সেনা কমান্ডোর একটি রেজিমেন্ট যুদ্ধ মহড়া সম্পন্ন করেছে। লাদাখের মতো চরম আবহাওয়ায় যুদ্ধক্ষেত্রে নিজেদের প্রস্তুত করতেই এই অনুশীলন।
ভারতীয় এই খবর প্রকাশ্যে আসতেই সতর্ক অবস্থানে চলে গেছে ভারতীয় সেনাবাহিনী।
ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে, এই মহড়ায় সেনাদের যুদ্ধ অনুশীলনের পাশাপাশি অস্ত্রশস্ত্র, সেনাবাহিনীর গাড়ি, ড্রোন এবং অন্যান্য আধুনিক অস্ত্র ব্যবহার করা হয়েছে। এর ফলে ভারতীয় সেনাবাহিনী এখন সতর্ক অবস্থানে চলে এসেছে।
২০২০ সালে গালোয়ান সংঘর্ষে ভারত ও চীনের সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই দেশ একাধিক বৈঠক করেছে সীমান্ত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। ২০২৪ সালের অক্টোবর মাসে দুই দেশ এলএসি থেকে সেনা পিছিয়ে নেওয়ার সমঝোতা করলেও, চীন বড় ধরনের কিছু প্রস্তুতি নিচ্ছে বলে শঙ্কা প্রকাশ করছেন সামরিক বিশেষজ্ঞরা।
তাবিব