ছবি: সংগৃহীত
পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের একটি বাজারে পুডিং বিক্রি করছেন ৫৩ বছর বয়সী একজন। সেলিম বাগ্গা নামের ওই বিক্রেতা দেখতে অনেকটা মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মতো। আর এমন চেহারার কারণেই বাগ্গার দোকানে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা।
ট্রাম্পের মতো দেখতে সেলিম বাগ্গা মূলত পুডিং বিক্রি করেন। তার কাছ থেকে পুডিং কিনতে বিশেষভাবে পছন্দ করেন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইয়াসিন।
তিনি বলেন, ‘আমাদের মনে হচ্ছে ট্রাম্প এখানে ক্ষীর (পুডিং) বিক্রি করতে এসেছেন। সে যখন ক্ষীর বিক্রি করার জন্য গান গায়, তখন আমরা তার কাছে চলে আসি।’
৫৩ বছর বয়সী বাগ্গা তার রঙিন কাঠের গাড়ি ঠেলে দুধ দিয়ে তৈরি এই পুডিং বিতরণ করেন। শীত থেকে বাঁচতে বাদামি ধূসর রঙের সালোয়ার-কামিজের ওপর কালো জ্যাকেট পরিহিত বাগ্গা রাস্তায় হাঁটেন।
স্থানীয় বাসিন্দা ইমরান আশরাফ বাগ্গার সঙ্গে সেলফি তোলেন। তিনি বলেন, ‘তার ক্ষীর (পুডিং) সত্যিই মজাদার...আমরা তার সঙ্গে কথা বলি, সেলফি তুলি এবং আমাদের বন্ধুদের বলি যে আমরা ট্রাম্পের সঙ্গে ছবি তুলেছি।
এ বিষয়ে সেলিম বাগ্গা বলেন, ‘আমাকে দেখতে ডোনাল্ড ট্রাম্পের মতো, এ কারণেই মানুষ আমার সঙ্গে সেলফি তোলে।’
শিহাব