ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

ভারতে এসে অসুস্থ স্টিভ জবসের স্ত্রী, জানা গেল কারণ

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ২০:১৭, ১৪ জানুয়ারি ২০২৫

ভারতে এসে অসুস্থ স্টিভ জবসের স্ত্রী, জানা গেল কারণ

ছবিঃ সংগৃহীত

অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতার স্ত্রী লরেন পাওয়েল জবস মহাকুম্ভ মেলা ২০২৫-এ অংশ নিতে প্রয়াগরাজে আসেন। সেখানে ভিড়ের কারণে অ্যালার্জি আক্রান্ত হন তিনি। এর আগে তিনি বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করেন।

লরেন বর্তমানে নিরঞ্জনী আখড়ায় বিশ্রামে আছেন। আখড়ার স্বামী কৈলাসানন্দ গিরি জানান, লরেন মেলার ঐতিহ্য এবং সনাতন সংস্কৃতি নিয়ে আগ্রহী এবং মকর সংক্রান্তির দিনে 'অমৃত স্নান'-এ অংশ নেবেন।

উত্তর প্রদেশ সরকার জানিয়েছে, মেলার প্রথম দিনে এক কোটির বেশি ভক্ত ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করেছেন।

জাফরান

×