ছবি সংগৃহীত
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানলের আগুন যেন থামানোই যাচ্ছে না। সম্প্রতি, ক্যালিফোর্নিয়ার ভেনচুরা কাউন্টিতে নতুন করে দাবানল ছড়িয়ে পড়েছে, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। দমকলকর্মীরা জীবনবাজি রেখে আগুন নেভানোর চেষ্টা চালালেও তীব্র বাতাস তাদের কাজে বাধা সৃষ্টি করছে।
স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত এলাকার বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দিয়েছে। এদিকে, জাতীয় আবহাওয়া সার্ভিস জানায়, ১৪ জানুয়ারি মঙ্গলবার ১০০ কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ থাকতে পারে, যা দাবানলকে আরও দ্রুত ছড়িয়ে পড়ার সুযোগ করে দিচ্ছে।
ক্যালিফোর্নিয়ার ফরেস্ট্রি ও ফায়ার প্রোটেকশন বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ১২৪টি ছোট-বড় দাবানল সক্রিয় রয়েছে, যার ফলে ১৬৪ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। এই দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে ১২ হাজারের বেশি অবকাঠামো, এবং অসংখ্য ঘরবাড়ি ও মূল্যবান স্থাপনা পুড়ে গিয়েছে।
লস অ্যাঞ্জেলেসের পশ্চিম ও পূর্ব অঞ্চলের প্যালেসেইডস ও এটন দাবানল সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। যদিও কিছু এলাকায় আগুনের তীব্রতা কমেছে, তবে বাতাসের গতি আরও বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় মরুভূমি থেকে উড়িয়ে আসা তীব্র বাতাস বুধবার (১৫ জানুয়ারি) পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের উপর দিয়ে ঘণ্টায় ৮০ থেকে ১১২ কিলোমিটার গতিতে প্রবাহিত হতে পারে, যা আগুনের বিস্তার আরও ত্বরান্বিত করবে।
বর্তমানে শহরের বিভিন্ন অংশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দমকলকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে আনার।
আশিক