ছবি: সংগৃহীত
ত্রিপুরায় গত তিন বছরে প্রায় ২৮১৫ জন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ২০২২ সাল থেকে ২০২৩ সালের ৩১ অক্টোবর পর্যন্ত ত্রিপুরার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই গ্রেপ্তারগুলো করেছে। সম্প্রতি ত্রিপুরার বিধানসভায় এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
এদের মধ্যে ১৭৪৬ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে এবং ১০৬৯ জনের মধ্যে ৫৮৫ জন জামিনে আছেন। এছাড়া গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪৭৪ জন ভারতীয় নাগরিকও রয়েছে।
গত বছর ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা সীমান্ত সুরক্ষা নিয়ে বিএসএফ, সিআরপিএফ, আসাম রাইফেলস, রাজ্য পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। ত্রিপুরা রাজ্যের বাংলাদেশ সীমানায় সম্প্রতি কিছু বাংলাদেশি নাগরিক এবং রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়।
ত্রিপুরা বাংলাদেশের সাথে ৮৫৬ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত ভাগ করে নেয়, যা রাজ্যের মোট সীমান্তের প্রায় ৮৪ শতাংশ।
মারিয়া