ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

কি কারণে এখনও ব্রিটেনের মন্ত্রিসভায় টিকে আছেন টিউলিপ?

প্রকাশিত: ১৮:২৯, ১৪ জানুয়ারি ২০২৫

কি কারণে এখনও ব্রিটেনের মন্ত্রিসভায় টিকে আছেন টিউলিপ?

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আলোচনায় যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের ট্রেজারি ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ব্রিটেনে এবং বাংলাদেশে দুর্নীতিতে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো বিপুল পরিমাণ প্রতিবেদন প্রকাশ করেছে। এর ধারাবাহিকতায় প্রশ্ন উঠেছে যে, টিউলিপ সিদ্দিক কীভাবে এখনো তাঁর পদে রয়ে গেছেন এবং কেন তাঁকে বরখাস্ত করা হয়নি।

ফিন্যান্সিয়াল টাইমসের  প্রতিবেদন বলা হয়েছে,  ২০০০-এর দশকের শুরুর দিকে টিউলিপ সিদ্দিককে দুই কক্ষবিশিষ্ট ফ্ল্যাট দেওয়া হয়। এই ফ্ল্যাট তাঁকে দিয়েছিলেন আওয়ামী লীগসংশ্লিষ্ট এক ব্যক্তি। এ ছাড়া, বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগও আছে তাঁর বিরুদ্ধে। এসব অভিযোগ ওঠার পর টিউলিপ নিজেকে প্রধানমন্ত্রীর নীতিমালাবিষয়ক উপদেষ্টার কাছে বিষয়টি তুলে দেন তদন্তের জন্য।

তবে এতগুলো অভিযোগের পরও টিউলিপকে কেন বরখাস্ত করা হয়নি বা তিনি কেন পদত্যাগ করেননি—এর একটি কারণ হলো প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা। টিউলিপ লেবার পার্টির নরম বাম বা মধ্যপন্থী অংশের নেতা। টিউলিপ ২০১৫ সালে জেরেমি করবিনকে দলীয় প্রধান নির্বাচিত করার জন্য নিজের জায়গা ছেড়ে দিয়েছিলেন। এর বাইরেও টিউলিপ সিদ্দিক লন্ডনের লেবার পার্টির রাজনীতিতে ক্ষমতাধর একজন ব্যক্তি। হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটের এমপি হিসেবে তিনি কেয়ার স্টারমারের প্রতিবেশী। লেবার পার্টি যখন নতুন নেতৃত্ব বাছাই করছিল তখন শুরুতেই স্টারমারকে সমর্থন দেন টিউলিপ।

প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার হয়তো প্রয়োজনবোধে তাঁর মিত্রদের সরিয়ে দিতে বা পদাবনতি দিতে দ্বিধা করেন না, কিন্তু সুযোগ পেলে তিনি তাদের রক্ষা করেন এবং মন্ত্রিসভায় রাখেন। এর পাশাপাশি, লেবার পার্টির এক কর্মকর্তা বলেছেন, আওয়ামী লীগকে লেবার পার্টি ‘সিস্টার পার্টি’ বলে মনে করে। আওয়ামী লীগের নেতারা যুক্তরাজ্যে লেবার পার্টির জন্য প্রচারণাও চালিয়েছেন।

আরেকটি কারণ হলো, এখন পর্যন্ত বিরোধী দল কনজারভেটিভ পার্টি এ বিষয়ে স্টারমারের ওপর চাপ তৈরি করতে পারেনি। কেমি ব্যাডেনক গত শনিবার রাতে কেয়ার স্টারমারের কাছে টিউলিপকে বরখাস্ত করার আহ্বান জানালেও তিনি বা ছায়া ট্রেজারি মন্ত্রিসভা এ বিষয়ে যথেষ্ট দ্রুত পদক্ষেপ নেননি। তবে এখন বিরোধী দল বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া শুরু করেছে। এর মানে হতে পারে, ট্রেজারি মন্ত্রী হিসেবে টিউলিপ সিদ্দিকের দিন হয়তো শেষের দিকে।

উল্লেখ্য, ব্রিটেনের রাজনৈতিক সংস্কৃতি জনপ্রতিনিধিদের দুর্নীতির ব্যাপারে খুবই স্পর্শকাতর। বিরোধী দল কনজারভেটিভ পার্টির অনেক এমপি টিউলিপের ইতোমধ্যে প্রকাশ্যে মন্ত্রিসভা থেকে টিউলিপি সিদ্দিককে অপসারণের দাবি জানিয়েছেন। টিউলিপের নিজের দল লেবার পার্টির এমপিরা যদিও এখনও এ ইস্যুতে প্রকাশ্যে কিছু বলেন নি, তবে তাদের অনেকেরও চাওয়া একই।

সূত্র : ফিন্যান্সিয়াল টাইমস

মহি

×