ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

মিলিয়নিয়াররা এখন হাত পাতছেন!

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৮:০৩, ১৪ জানুয়ারি ২০২৫

মিলিয়নিয়াররা এখন হাত পাতছেন!

ছবিঃ সংগৃহীত

লস অ্যাঞ্জেলেসে চলমান বিধ্বংসী দাবানল ধনাঢ্য মানুষদেরও আশ্রয়হীন করে দিয়েছে। যাঁরা একসময় কোটি কোটি ডলারের মালিক ছিলেন, তাঁরা আজ একবেলার আহারের জন্য ত্রাণ শিবিরে এসে সাহায্য চাইছেন।

দাবানল লস অ্যাঞ্জেলেসের ধনী এলাকাগুলোতে তীব্রভাবে আঘাত করেছে। বিলাসবহুল বাড়ি-গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে, যা ধনকুবেরদেরও অসহায় অবস্থায় ফেলেছে। একসময়ের ধনী পরিবারের সদস্যরা এখন ত্রাণ শিবিরে এসে খাবারের জন্য অপেক্ষা করছেন।

ত্রাণ শিবিরে থাকা একজন ধনকুবের বলেন, "কখনো ভাবিনি, একদিন নিজের বাড়ি হারিয়ে এমন পরিস্থিতিতে পড়তে হবে। আমাদের জীবন সম্পূর্ণ বদলে গেছে।"

লস অ্যাঞ্জেলেসের দাবানল শুধু বসতবাড়ি নয়, মানুষের অর্থনৈতিক ও সামাজিক কাঠামোকেও ভেঙে দিয়েছে। পরিস্থিতি এতটাই খারাপ যে বিলাসবহুল এলাকাগুলোও এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এই সংকট দেখিয়েছে প্রকৃতি যখন রুদ্র রূপ ধারণ করে, তখন ধনী-গরিবের ভেদাভেদ থাকে না। এটি মানবিক সমতা এবং পরিবেশগত চ্যালেঞ্জের একটি গভীর বার্তা বহন করে।

সূত্রঃ https://www.youtube.com/watch?v=neE3g26mNFE&ab_channel=EkattorTV

জাফরান

×