ছবিঃ সংগৃহীত
নীলফামারী জেলা কারাগারে মমিনুর ইসলাম (৫০) নামে এক হাজতির(৩৫৩৫/২৪) মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার(১৪ জানুয়ারি) ভোর ৪টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মমিনুর ইসলাম নীলফামারীর জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পূর্ব শিমুলবাড়ি এলাকার মতিয়ার রহমানের ছেলে ও মীরগঞ্জ ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডের যুবলীগের সাবেক সভাপতি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নাশকতার দুইটি মামলায় গত ১২ ডিসেম্বর(২০২৪) থেকে নীলফামারী জেলা কারাগারে হাজতি হিসেবে বন্দি ছিলেন।
জেলা কারাগার সূত্রে জানা যায়, মমিনুর ইসলামের এ্যাজমা রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ৭ জানুয়ারি তাকে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়। ৮ জানুয়ারি সন্ধ্যায় তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তরিত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরিবারের সদস্যরা তার সঙ্গে ছিলেন।
জেলা কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম জানান, চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৪টায় মমিনুর ইসলাম মৃত্যুবরণ করেন। ময়নাতদন্ত শেষে বিকাল ৪টার দিকে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
ববী/জাফরান