ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

লস এঞ্জেলেসের মিলিয়নিয়াররা এখন পথের ভিখারি!

প্রকাশিত: ১২:২২, ১৪ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৩:১৫, ১৪ জানুয়ারি ২০২৫

লস এঞ্জেলেসের মিলিয়নিয়াররা এখন পথের ভিখারি!

সংগৃহীত ছবি

সৃষ্টিকর্তা চাইলে রাজাও যে পথের ভিখারী হতে পারে তারই প্রমাণ যেন ক্যালিফোর্নিয়ার দাবানল। ইতিহাসের সবচেয়ে বড় দাবানলে এক সপ্তাহ ধরে পুড়ছে ক্যালিফোর্নিয়া। ৪ টি বড় দাবানল ঘিরে ধরেছে অভিজাত লস এঞ্জেলেস, প্যাসিফিক প্যালিসেডস এর মত শহরগুলোকে৷ সব ছাপিয়ে আলোচনায় হলিউড তারকাদের ঘর হারানোর খবর। সেখানকার একেকটি বাড়ির মূল্য মিলিয়ন ডলারের উপরে। দাবানলে শত কোটি ডলারের বাড়িগুলো পরিণত হচ্ছে ছাইয়ের স্তূপে। 

আগুনে ছাই হয়ে যাওয়া প্যাসিফিক প্যালিসেডস ছিল সাধারণ মানুষের কাছে স্বপ্নের মতো। সেখানকার কোটি ডলারের বাসভবনে থাকতেন ধরাছোঁয়ার বাইরে থাকা তারকারা। এখন সেখানে অনেক বাড়িতে একটি কাঠও অবশিষ্ট নেই। 
আগুনে ঘর হারানো তারকারা কোনোভাবেই এই শোক কাটিয়ে উঠতে পারছেন না। তারা সামাজিক মাধ্যমের বিভিন্ন পোস্টে আহাজারি করছেন। তবে সহানুভূতির বদলে মানুষ সেখানে কটাক্ষ করছে বেশি। ফিলিস্তিন যুদ্ধে চুপ করে থাকা এবং ঈসরায়েলের সমর্থনে থাকা তারকাদের ঘর হারানোর দুঃখ স্পর্শ করছে না নেটগামীদের। সাধারণ মানুষ বলছে ঝলমলে দুনিয়ায় তারকারা এখন গাজাবাসীর দুঃখ বুঝতে পারবে। 

লস এঞ্জেলেসকে বলা হয় যুক্তরাষ্ট্রের এন্টারটেইনমেন্ট হাব। প্রায় সব হলিউড তারকার বাড়ি আছে শহরটিতে। সেখানে চলমান দাবানলে অনেক তারকা ঘর হারিয়েছেন। জেফ বিজেস, আনা ফারিস, মাইলর টেলর সহ বহু ব্যবসায়ী, প্রযোজক, পরিচালক ঘর হারিয়েছেন লস এঞ্জেলসের পুড়ে যাওয়া এলাকায়। এসব বাড়ি সাজাতে বিশ্বের নানা প্রান্ত থেকে দুর্মূল্য সব জিনিস হাজির করতেন তারা। আকস্মিক দুর্যোগে সব হারিয়ে এখন তারা দিশেহারা।

JF

×