ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

ভয়াবহ দাবানলও বন্ধ করতে পারেনি লুটপাট

প্রকাশিত: ১২:১১, ১৪ জানুয়ারি ২০২৫

ভয়াবহ দাবানলও বন্ধ করতে পারেনি লুটপাট

ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো নিয়ন্ত্রণে আসেনি। বাতাসের গতি বৃদ্ধির ফলে আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে অনেক বাসিন্দা ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে পালাচ্ছেন। এই সুযোগে লুটপাট ও চুরি বেড়ে গেছে।
লুটপাটে জড়িত থাকার অভিযোগে নতুন করে আরও ১০ জনকে আটক করা হয়েছে। ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নাথান হোচম্যান জানান, তিনজনের বিরুদ্ধে দুই লাখ ডলারেরও বেশি মূল্যের মালামাল লুটের অভিযোগ রয়েছে। গত কয়েক দিনে লুটপাটের অভিযোগে মোট ৩৯ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানিয়েছে, যারা দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আরও ক্ষতি না করার আহ্বান জানানো হয়েছে। কারফিউ ভাঙলে এক হাজার ডলারের জরিমানা করা হবে।
বাতাসের গতি বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন এলাকায় আগুন ছড়িয়ে পড়ছে। প্যালিসেইডস এবং ইটন এলাকায় দাবানল সবচেয়ে বেশি ক্ষতি করেছে। প্যালিসেইডসে প্রায় ২৩,৭১৩ একর এবং ইটনে ১৪,১১৭ একর এলাকা পুড়ে গেছে।
দমকল কর্মীদের পাশাপাশি ৮৪টি এয়ারক্রাফট, ১,৩৫৪টি ফায়ার ইঞ্জিন এবং ১৪ হাজার কর্মী কাজ করছে। ক্যালিফোর্নিয়া গভর্নর গেভিন নিউসন ১,০০০ অতিরিক্ত ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন।


 

মারিয়া

×