ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

সৃষ্টিকর্তা ছাড় দেন, ছেড়ে দেন না

প্রকাশিত: ০৯:২৭, ১৪ জানুয়ারি ২০২৫

সৃষ্টিকর্তা ছাড় দেন, ছেড়ে দেন না

অ্যারন বুশনেল,মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একজন ২৫ বছর বয়সী সৈনিক।ফিলিস্তিনে চলমান গণহত্যা মেনে না নিতে পেরে ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলের দূতাবাসের সামনে গায়ে আগুন লাগিয়েছিলেন।পুড়ন্ত অবস্থায় বুশনেল চিৎকার করে বলেছিলেন,"ফিলিস্তিন স্বাধীন করো"  এবং ঘোষণা করেছিলেন যে তিনি "গণহত্যায় আর জড়িত থাকবেন না"।

 

এই ঘটনার পেরিয়ে গেছে এক বছর।এখনো স্বাধীন হয়নি ফিলিস্তিন।ইজরায়েলের বোমা হামলায় প্রতিনিয়ত জ্বলছে গাজা।সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা। 

গাজা যেমন জ্বলছে ঠিক একই চিত্র দৃশ্যায়িত হচ্ছে সাড়ে পাঁচ হাজার মাইল দূরের আরেকটি শহর লস এঞ্জেলসে।দাউ দাউ করে জ্বলছে আগুন। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ। চারদিকে সাইরেনের শব্দ আর আতংকিত মানুষের ছোটাছুটি।ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে বিনোদন জগতের কেন্দ্র হিসেবে পরিচিত আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এ শহরটি।

হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে অজানা গন্ত্যব্যের পথে।আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে সবকিছু।ফায়ার সার্ভিসের হেলিকপ্টার ও দমকল বাহিনীর অবিরাম চেষ্ঠা সত্ত্বেও নিয়ন্ত্রণে আসছেনা আগুন।আমেরিকা যেনো হয়ে দাঁড়িয়েছে একখন্ড গাজা।

আমেরিকান নাগরিকসহ অনেকের মতে এটি প্রকৃতির চরম প্রতিশোধ।গত এক বছরে গাজার মানুষের উপর চালানো অন্যায়ের ফলাফলই যেনো আজ যুক্তরাষ্ট্রের চরম ভোগান্তি হয়ে দেখা দিয়েছে। গাজায় ইজরায়েলের আগ্রাসনে গত এক বছরে যুক্তরাষ্ট্র দিয়েছে ২২০০ কোটি ডলারের সামরিক সহায়তা।সেই সাথে বিপুল অস্ত্র,গোলাবারুদ ও বিস্ফোরক পাঠানো হয়েছে ইজরায়েলে। 

 

ক্ষমতা ছাড়ার আগে প্রেসিডেন্ট জো বাইডেন ইজরায়েলকে আরো ৮০০ কোটি ডলার সহায়তা করার ঘোষণা দেন।অনেকের মতে, গাজার সেই আগুন দাবানল হয়ে ফিরেছে লস এঞ্জেলসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে পোস্ট করেছেনে অনেকেই। বলছেন,গাজা জ্বালানোর জন্য যারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছেন, তারা নিজেরাই জ্বলছে কোনো খরচ ছাড়া।

মিডল ইস্ট আই এর এক প্রতিবেদনে বলা হয়, সোশ্যাল মিডিয়া গুলোতে অনেকেই লস এঞ্জেলসে ভয়াবহ দাবানলে ধ্বংস ও বাস্তুচ্যুতির ঘটনাকে গাজায় ইজরায়েলি বোমা হামলায় ক্ষতিগ্রস্থ ফিলিস্তিনিদের অবস্থানের সাথে মিলিয়ে তুলে ধরেছেন।একই সাথে অনেকেই এটাও বলেছেন যে,গাজার আগুন আমেরিকায় আমাদের বাড়িঘরে ফিরে এসেছে।

 

আফরোজা

×