ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

দাবানলে পুড়ছে প্রীতি জিনতার বাড়ি, জানালেন ভয়াবহ অভিজ্ঞতার কথা

প্রকাশিত: ০৯:২১, ১৪ জানুয়ারি ২০২৫; আপডেট: ০৯:২৬, ১৪ জানুয়ারি ২০২৫

দাবানলে পুড়ছে প্রীতি জিনতার বাড়ি, জানালেন ভয়াবহ অভিজ্ঞতার কথা

ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে চলমান ভয়াবহ দাবানলে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৪ জনে পৌঁছেছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১৬ জন। এক সপ্তাহ ধরে চলমান এই দাবানল ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ এলাকাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। আগুনের ভয়াবহতা এতটাই যে, ফায়ার সার্ভিসের কর্মীরা দিনরাত কাজ করেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারছেন না।

এই দাবানলের ভয়াবহতা থেকে রেহাই পাননি বলিউড অভিনেত্রী প্রীতি জিনতাও। তিনি জানান, বিধ্বংসী আগুনের ভয়াবহতা দেখে তিনি আতঙ্কিত। কোনোমতে প্রাণে বেঁচে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী। দাবানলের আচ তার বাড়ির কাছাকাছি পৌঁছে যাওয়ায় এক অজানা শঙ্কায় দিন কাটাচ্ছেন তিনি।

এদিকে, দাবানলে হাজার হাজার বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। অনেকেই এখন গৃহহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। হলিউড তারকাদের মিলিয়ন ডলারের বিলাসবহুল বাড়িগুলোও আগুনে ধ্বংস হয়ে গেছে। একসময় যেখানে জমকালো পার্টি হতো, এখন সেখানে শুধুই পোড়া ধ্বংসাবশেষ।

ক্যালিফোর্নিয়ার গভর্নর একে রাজ্যের জন্য ভয়াবহ বিপর্যয় বলে উল্লেখ করেছেন। দাবানল মোকাবিলায় জাতীয় পর্যায়ে সাহায্য চাওয়া হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি শুষ্ক থাকায় এবং বাতাসের গতি বেশি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে চরম বাধার মুখে পড়ছে উদ্ধারকর্মীরা। পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

মারিয়া

×