ছবি: সংগৃহীত
ডলারের বিপরীতে ভারতীয় রুপির দামে বড় ধরনের পতন ঘটেছে, যা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। অর্থনীতিবিদরা এই পরিস্থিতিকে দেশের অর্থনীতির জন্য একটি অশনি সংকেত হিসেবে দেখছেন। এতে মুদ্রাস্ফীতির শঙ্কা তৈরি হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) ভারতীয় রুপি ০.৪ শতাংশ পতন ঘটিয়ে ডলারের বিপরীতে ৮৬.৩৯ রুপিতে দাঁড়িয়েছে। অর্থনীতিবিদদের ধারণা, ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ফিরে আসা এবং নতুন আর্থিক নীতিমালা ভারতের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বিশেষজ্ঞদের মতে, মার্কিন শ্রম দপ্তরের সাম্প্রতিক প্রতিবেদনে চাকরির সুযোগ বৃদ্ধির কথা উল্লেখ করা হয়েছে। বেকারত্ব দূরীকরণ এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে মার্কিন প্রশাসন কঠোর পদক্ষেপ নিচ্ছে, যা সরাসরি ভারতীয় মুদ্রায় প্রভাব ফেলছে।
মোদি সরকারের আত্মনির্ভর ভারতের বিভিন্ন উদ্যোগ সত্ত্বেও আমদানির ওপর নির্ভরতা কমেনি এবং রপ্তানি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। এর ফলে রুপির মান আরও দুর্বল হয়ে পড়েছে।
এছাড়াও, ট্রাম্প প্রশাসন বিদেশি কর্মী নিয়োগ নীতিতে কঠোরতা আনতে পারে, যা যুক্তরাষ্ট্রে কর্মরত ভারতীয়দের আয়ের ওপর প্রভাব ফেলবে এবং এর পরোক্ষ প্রভাব পড়বে ভারতের অর্থনীতিতে। এর ফলে দেশে মুদ্রাস্ফীতির হার বাড়তে পারে।
সূত্র : দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টুডে
তাবিব