ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

জি নিউজ এর দাবি

সীমান্তে ২২ কিলোমিটার এলাকায় বিএসএফ এর হাতিয়ার “ট্রিপ ফ্লেয়ার” স্থাপন (ভিডিওসহ)

প্রকাশিত: ২৩:৪৮, ১৩ জানুয়ারি ২০২৫; আপডেট: ২৩:৪৯, ১৩ জানুয়ারি ২০২৫

সীমান্তে ২২ কিলোমিটার এলাকায় বিএসএফ এর হাতিয়ার “ট্রিপ ফ্লেয়ার” স্থাপন (ভিডিওসহ)

ভারতের সংবাদমাধ্যম জি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে,অবৈধ অনুপ্রবেশকারীদের প্রবেশ ঠেকাতে বাংলাদেশ ভারত পেট্রাপোলে সীমান্তে ২২ কিলোমিটার এলাকায় বিএসএফ এর বিশেষ হাতিয়ার ‘ট্রিপ ফ্লেয়ার বসাতে যাচ্ছে।

এর জন্য পেট্রাপোল ভারতীয় সীমান্ত অংশে ৫ কিলোমিটার জমি অধিগ্রহণের কাজ শুরু করেছে বিএসএফ।যার মধ্যে সাড়ে তিন কিলোমিটার জমির রেজিষ্ট্রি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। উন্মুক্ত এই এলাকায় যেন সমস্যা না হয় তার জন্য বসানো হয়েছে বিশেষ এই যন্ত্র।প্রতিবেদনের দাবি ভারত-বাংলাদেশের বনগাঁ সীমান্ত ও পেট্রাপোল সীমান্তের বেশিরভাগ অংশই অরক্ষিত হওয়ায় এই ব্যবস্তা নিচ্ছে  দেশটি।

ভিডিও দেখতে: https://zeenews.india.com/bengali/videos/bsfs-weapon-trip-flare-22-km-along-petrapole-border_560474.html

প্রতিবেদন আরো বলছে ভারতের সবচেয়ে বড় মাথাব্যাথ্যার কারণ এই অরক্ষিত সীমান্ত।সীমান্তে অনুপ্রবেশ ঠেকানোই এখন বিএসএফ জওয়ানদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছে ভারত।

ফুয়াদ

×