ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

রাহুল গান্ধীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এই অভিনেতা

প্রকাশিত: ২২:৪৮, ১৩ জানুয়ারি ২০২৫

রাহুল গান্ধীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এই অভিনেতা

ছবিঃ সংগৃহীত

কংগ্রেস দল ও গান্ধী পরিবারকে নিয়ে বরাবরই কটাক্ষ করে থাকেন বলিউড অভিনেতা ও বিজেপি নেতা পরেশ রাওয়াল। সম্প্রতি এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধীকে নিয়ে তার বিতর্কিত মন্তব্য ফের আলোচনার জন্ম দিয়েছে।

একজন নেটিজেন কৃত্রিম মেধায় তৈরি একটি ছবি পোস্ট করেন, যেখানে রাহুল গান্ধীকে গাধার সামনে হাঁটু গেড়ে বসে থাকতে দেখা যায়। ক্যাপশনে লেখা ছিল, "কেউ কি এই ছবি থেকে গাধাটিকে সরিয়ে দিতে পারবেন?"

পরেশ রাওয়াল সেই ছবি শেয়ার করে লেখেন, "তাহলে পুরো ফ্রেমটাই ফাঁকা করতে হবে!" তার এই মন্তব্যে ইঙ্গিত স্পষ্ট—ছবিতে দুটি গাধা রয়েছে।

নেটিজেনদের কেউ মজা পেয়ে হেসেছেন, আবার কেউ সমালোচনা করে বলেছেন, পরেশের উচিত আরও সচেতন হয়ে মন্তব্য করা।

পরেশ রাওয়াল, ২০১৪ সালে বিজেপির টিকিটে গুজরাট থেকে রাজ্যসভায় নির্বাচিত হন এবং ২০১৯ সালের পর থেকে আর নির্বাচনে দাঁড়াননি। তবে বিজেপির প্রতি তার সমর্থন অটুট।

অন্যদিকে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী বরাবরই বিভিন্ন কটাক্ষ ও সমালোচনার মুখোমুখি হয়েছেন। তবে তিনি তা বেশিরভাগ ক্ষেত্রেই কৌশলে সামলেছেন বা এড়িয়ে গেছেন।

জাফরান

×