ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

লস অ্যাঞ্জেলেসে দাবানল থেকে বাঁচতে আজান, যা জানা গেল!

প্রকাশিত: ২২:১০, ১৩ জানুয়ারি ২০২৫

লস অ্যাঞ্জেলেসে দাবানল থেকে বাঁচতে আজান, যা জানা গেল!

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের বিশাল এলাকা ছয় দিন ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে। ক্যালিফোর্নিয়ার এই দাবানল এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে যে, প্রাণহানির সংখ্যা ইতোমধ্যে ২৪-এ পৌঁছেছে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কায় সতর্কতা জারি করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে—লস অ্যাঞ্জেলেসে দাবানল থামানোর আশায় উচ্চস্বরে আজান দেওয়া হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, দাঁড়ি-টুপি ও পাগড়ি পরিহিত কিছু ব্যক্তি আগুনের লেলিহান শিখার পটভূমিতে আজান দিচ্ছেন।

ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার হওয়ায় বিভ্রান্তি তৈরি হয়। তবে ফ্যাক্টচেকে জানা গেছে, দাবানলের এলাকা তো বটেই, পুরো যুক্তরাষ্ট্রেই এই ভিডিও ধারণ করা হয়নি।

ভিডিওর আসল উৎস
ফ্যাক্টচেক অনুযায়ী, ভিডিওটি আসলে পাকিস্তানের। ২০২২ সালের ১ জুন করাচির একটি সুপারমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় সেখানকার ব্যবসায়ী ও স্থানীয়দের উদ্যোগে আল্লাহর রহমতের আশায় আজান দেওয়া হয়।

এই পুরোনো ঘটনার ভিডিও এখন নতুন করে দাবানলের প্রসঙ্গে ছড়িয়ে দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ গুজব।

বিশ্বস্ত তথ্য যাচাই ছাড়া এ ধরনের গুজব শেয়ার করা থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

এম.কে.

×