ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

গাজাকে নরকে পরিণত করার দিনই আমেরিকায় দাবানল শুরু হয়!

প্রকাশিত: ২২:০২, ১৩ জানুয়ারি ২০২৫; আপডেট: ২২:০৭, ১৩ জানুয়ারি ২০২৫

গাজাকে নরকে পরিণত করার দিনই আমেরিকায় দাবানল শুরু হয়!

ছবি: সংগৃহীত

আরব দেশগুলোকে নরকে পরিণত করার হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এখন দাবানলে নরকে পড়ছে তার নিজের দেশটি। 

গত সাতই জানুয়ারি থেকে পড়ছে যুক্ত রাজ্যের ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলস।


শপথ গ্রহন করার আগেই ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরাইলকে যদি মুক্তি না দেয় মধ্যপ্রাচ্য কে নরকে পরিণত করবেন তিনি। 

এমন মন্তব্য করার দিনই লস এঞ্জেলস ভয়াবহ দাবানলের আগুনের তান্ডব শুরু হয়ে যায়। শেষ খবর অনুযায়ী সেখানে এখন পর্যন্ত ১৬ জনের প্রাণহানি হয়েছে। কোনভাবেই থামানো যাচ্ছে না দাবানলের আগুন। 

কি কারনে এমন আগুন লাগলো বা আগুনে সূত্রপাত কি, তা এখন পর্যন্ত জানা যায়নি। ক্যালিফোর্নিয়াতে জুন জুলাই মাসে দাবানলের প্রকোপ থাকলেও এবার বছরের সবচেয়ে শীতলতম সময় জানুয়ারিতেই শুরু হয়ে গেছে তান্ডব। 

এবারের দাবানল এতটাই ভয়ঙ্কর যে ফায়ার কর্মীদের পাশাপাশি ক্যালিফোর্নিয়ার কারাগারে থাকা বন্দীদেরকেও সেই আগুন নিভাতে নিয়োগ করা হয়েছে। জানা গেছে, ইতিমধ্যে ১০০০ বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে যার মধ্যে অধিকাংশই আবাসিক ভবন এমন তথ্য জানিয়েছে ইউরো নিউজ।

সূত্রঃ https://www.youtube.com/watch?v=1r1t7n9fA8s

শিলা ইসলাম

×