ছবি সংগৃহীত
মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দরপতন অব্যাহত রয়েছে এবং গত দুই বছরের মধ্যে এটি সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। সোমবার (১৩ জানুয়ারি) এক দিনের মধ্যে রুপির মান ০.৭ শতাংশ কমে গেছে, যা বাজারে উদ্বেগ সৃষ্টি করেছে।
দিনের শুরুতে ডলারের বিপরীতে রুপির মান ৮৬ দশমকি ৫৮২৫ থাকলেও শেষে গিয়ে দাঁড়ায় ৮৬ দশমকি ৭৫৫০ তে। এ ধরনের দরপতন আগের বছরের ফেব্রুয়ারিতেও দেখা গিয়েছিল।
বিশেষজ্ঞদের মতে, ভারতের কেন্দ্রীয় ব্যাংকের দুর্বলতা এবং দেশের অর্থনীতির ধীর গতি রুপির মানের পতনে প্রধান কারণ। গত ডিসেম্বর থেকে ভারতীয় রুপির মূল্য দুই শতাংশ কমেছে। বিশেষ করে, কেন্দ্রীয় ব্যাংক যদি সুদের হার কমায়, তাহলে রুপির আরও দুর্বলতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরবিএল ব্যাংকের ট্রেজারি প্রধান আনশুল চন্দক মন্তব্য করেছেন, "রুপির দরপতন অব্যাহত থাকবে যদি কেন্দ্রীয় ব্যাংক দ্রুত কোনো পদক্ষেপ না নেয়।"
রুপির পতনের ফলে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভেও প্রভাব পড়ছে। যা দেশের আর্থিক পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ফলে, দেশের মুদ্রা বাজারে অস্থিতিশীলতা আরও বাড়তে পারে, এমন আশঙ্কা করছে বিশেষজ্ঞরা।
আশিক