ছবি: সংগৃহীত
জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা ফেলেছিল যে দেশ, সেই যুক্তরাষ্ট্র এখন নিজেই প্রকৃতির ধ্বংসাত্মক প্রতিশোধের শিকার। ক্যালিফোর্নিয়ার দাবানলে লস অ্যাঞ্জেলেস শহর এখন ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
দাবানলের তাণ্ডবে প্রায় ২৪ হাজার একর জমি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। প্রশাসনের তথ্য অনুযায়ী, আরও ১৪ হাজার একর জমি ধ্বংস হয়ে গেছে আগুনের টর্নেডোতে।
অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১২ হাজারেরও বেশি স্থাপনা ধ্বংস হয়েছে, আর অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১৫০ বিলিয়ন ডলারে। বাতাসের গতি ঘণ্টায় ৯৬ কিলোমিটার, যা আগুনের গতিকে আরও তীব্র করছে। ঘরবাড়ি হারিয়ে লাখ লাখ মানুষ ত্রাণ শিবিরে মানবেতর জীবনযাপন করছেন।
বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিধর দেশ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র, যে দেশ একের পর এক যুদ্ধ বাঁধিয়ে বহু দেশের ধ্বংস ডেকে এনেছে, আজ সেই দেশই অসহায়। দাবানলের আগুন ঠেকাতে সর্বাধুনিক প্রযুক্তি ও কোটি কোটি ডলার খরচ করেও ব্যর্থ হচ্ছে দমকল বাহিনী।
অগ্নিকাণ্ডের পরিণাম আরও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছে প্রশাসন। জনবহুল সান ফার্নান্দো ভ্যালি, যেখানে কয়েক মিলিয়ন মানুষের বসবাস, সেদিকে দ্রুত এগোচ্ছে আগুন। দমকল কর্মীরাও এই পরিস্থিতি সামলাতে শিউরে উঠছেন।
যুক্তরাষ্ট্রের জন্য এটি প্রকৃতির কঠিন এক বার্তা। যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের মাধ্যমে অন্যদের ক্ষতি করার ফল হয়তো আজ নিজেদের কাঁধেই এসে পড়ছে।
ভিডিও দেখুন: https://youtu.be/Dg_iT-Dq3NA?si=_WtG3P0L1w4_wXrF
এম.কে.