ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

৬০০ বিলিয়ন ডলারের সম্পদের খোঁজ

এক সিন্দু নদী বদলে দিবে পাকিস্তানের অর্থনীতি

প্রকাশিত: ২১:০০, ১৩ জানুয়ারি ২০২৫; আপডেট: ২১:২৮, ১৩ জানুয়ারি ২০২৫

এক সিন্দু নদী বদলে দিবে পাকিস্তানের অর্থনীতি

বিপুল জ্যাকপটের সন্ধান পেল পাকিস্তান।ধারণা করা হচ্ছে এক নদীই বদলে দিবে পাকিস্তানের অর্থনীতি।

পাকিস্তানের ভূতাত্ত্বিক জরিপের রিপোর্ট বলছে, হিমালয় থেকে উৎপন্ন হওয়া সিন্ধু নদীতে খোঁজ পাওয়া গেল  ৬০০ বিলিয়ন পাকিস্তানি টাকার সমান স্বর্ণের।এ খবরে পাকিস্তান জুড়ে দেখা দিয়েছে তীব্র চাঞ্চল্য।

তথ্য, সিন্ধু নদ, যা হিমালয় থেকে উৎপন্ন হয় এবং ভারত হয়ে পাকিস্তানে যায়, প্রাচীনকাল থেকেই সভ্যতার কেন্দ্র ছিল। ঋগ্বেদেও এই নদীর উল্লেখ রয়েছে। সিন্ধু নদী ৩২০০ কিলোমিটার দীর্ঘ এবং বিশ্বের দীর্ঘতম নদীগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়। আর এই নদীর ভিতরেই লুকিয়ে রয়েছে ৬০০ বিলিয়ন পাকিস্তানি টাকার মূল্যবান ধন সম্পদ। 

এদিকে এলাকায় বেআইনি ভাবে খনন শুরু হয়েছে। গত বছর পাকিস্তান সরকারকে অবৈধ খননের বিরুদ্ধে কঠোর হতে হয়েছিল। পাকিস্তানের ভূতাত্ত্বিক জরিপের রিপোর্ট অনুযায়ী, সিন্ধু নদে কয়েক বিলিয়ন পাকিস্তানি টাকার সোনার মজুদ থাকতে পারে। রিপোর্ট থেকে জানা যায় যে শীতের মাসগুলিতে, সিন্ধু নদীর জলের স্তর নেমে যাওয়ার সাথে সাথে স্থানীয়রা নদীর তলদেশ থেকে অবৈধভাবে সোনার কণা সংগ্রহ করে। ভারী যন্ত্রপাতি ব্যবহার এখন এই কার্যকলাপে একটি সাধারণ অভ্যাসে পরিণত হয়েছে।

ফুয়াদ

×