এবার গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়াতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রস্তাব দিয়েছে ডেনমার্ক। দ্বীপটি দখলে ট্রাম্পকে নিরুৎসাহিত করার পাশাপাশি পশ্চিমা সামরিক জোট ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে দেশটি এ কৌশল অবলম্বন করেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। গ্রিনল্যান্ড কিনতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের পর প্রতিমুহূর্তে নাটকীয় মোড় নিচ্ছে পরিস্থিতি। খবর অ্যাক্সিওসের। ট্রাম্পের স্বপ্ন কখনোই বাস্তব হবে না এমন দৃঢ় প্রত্যয়ের মধ্যেই সুর কিছুটা নরম করেছে ডেনমার্ক। ট্রাম্পের সঙ্গে চলমান ইস্যুতে আলোচনা করতে একদিন আগেই রাজি হন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউট এগেদে। এরপরই গ্রিনল্যান্ডের মাটিতে সামরিক উপস্থিতির পাশাপাশি দ্বীপটির নিরাপত্তা বাড়াতে ডোনাল্ড ট্রাম্পকে প্রস্তাব দেয় ডেনমার্ক। ব্যক্তিগত এক খুদেবার্তায় তাকে এ প্রস্তাব দেয় দেশটির প্রশাসন। অ্যাক্সিওস জানায়, দ্বীপটি দখলে ট্রাম্পকে নিরুৎসাহিত করতে চায় ড্যানিশ সরকার। এ প্রস্তাবের মাধ্যমে যুক্তরাষ্ট্রে সঙ্গে সংঘর্ষের এড়িয়ে চলার কৌশল খুঁজছে তারা। নর্ডিক দেশটি পশ্চিমা সামরিক জোট ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন ও ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র। এর আগে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন জানান, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। তবে আর্কটিক অঞ্চলের দ্বীপটি যদি কখনো স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে সেক্ষেত্রে গ্রিনল্যান্ডের জনগণই যুক্তরাষ্ট্রের অংশ হবে কি না সে সিদ্ধান্ত নিতে পারবে।