ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

জাপানে শক্তিশালী ভূমিকম্প, হতে পারে সুনামি

প্রকাশিত: ২০:৩৯, ১৩ জানুয়ারি ২০২৫

জাপানে শক্তিশালী ভূমিকম্প, হতে পারে সুনামি

ছবি সংগৃহীত

জাপানের মিয়াজাকি অঞ্চলে শক্তিশালী ৬.৮ মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপাইন সাগরের আশপাশ। স্থানীয় সময় সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৯টা ১৯ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পের মাত্রা ও গভীরতা নিশ্চিত করেছে।

ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪৯ কিলোমিটার (৩০ মাইল) গভীরে সংঘটিত হয়। এর প্রভাব মিয়াজাকি প্রিফেকচারসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয়েছে।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) ভূমিকম্পের পর মিয়াজাকি উপকূলে ২০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ শনাক্ত করে সুনামি সতর্কতা জারি করেছে। তবে ইউএসজিএস জানিয়েছে, এই ভূমিকম্প সুনামির হুমকি সৃষ্টি করবে না।

তবুও জেএমএ জনগণকে উপকূলীয় এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। কর্তৃপক্ষ বলেছে, সাবধানতা অবলম্বন করাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

প্রাথমিকভাবে ভূমিকম্পের কারণে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং স্থানীয়দের যেকোনো জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

আশিক

×