ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

হিন্দু জনসংখ্যা বৃদ্ধি না হলে দেশ দখল করবে ‘দেশদ্রোহী’: বিষ্ণু

প্রকাশিত: ১৯:২১, ১৩ জানুয়ারি ২০২৫

হিন্দু জনসংখ্যা বৃদ্ধি না হলে দেশ দখল করবে ‘দেশদ্রোহী’: বিষ্ণু

ছবি: সংগৃহীত

হিন্দু জনসংখ্যা বৃদ্ধি না হলে দেশ দখল করবে ‘দেশদ্রোহী’ এমন মন্তব্য করেছেন ভারতের মধ্যপ্রদেশের সরকারি এক বোর্ডের (পরশুরাম কল্যাণ বোর্ড) প্রধান বিষ্ণু রাজোরিয়া। এই নিয়ে কটাক্ষ করেছে কংগ্রেস। তবে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, বিষ্ণু যা বলেছেন, তা তার ব্যক্তিগত মতামত। 

ইনদোরে একটি কর্মসূচিতে বিষ্ণু দাবি করেন, দেশে ‘দেশদ্রোহী’-দের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তার মতে, হিন্দুরা পরিবারে নজর দিচ্ছে না বলেই এমনটা হচ্ছে। 

বিষ্ণুর কথায়, ‘যুবসমাজকে নিয়ে আমার অনেক আশা। প্রবীণদের থেকে বেশি আশা করা যায় না। যুবসমাজ, তোমাদের হাতেই ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার ভার। তরুণেরা একটি সন্তানের পরেই থেমে যান। এটা সমস্যা। আমি অনুরোধ করছি, অন্তত চারটি সন্তানের জন্ম দিন।’ 

শিহাব

×