ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৩ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

সায়ান এফ রহমান ব্রিটিশ রাজার দাতব্য সংস্থায় ‘আড়াই লাখ পাউন্ড’ দান করেন

প্রকাশিত: ১১:০০, ১৩ জানুয়ারি ২০২৫

সায়ান এফ রহমান ব্রিটিশ রাজার দাতব্য সংস্থায় ‘আড়াই লাখ পাউন্ড’ দান করেন

ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের একটি দাতব্য সংস্থার উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে সায়ান এফ রহমান। ব্রিটিশ রাজার  দাতব্য সংস্থায় আড়াই লাখ পাউন্ড দান করেছিলেন তিনি।

টিউলিপ সিদ্দিকের দুর্নীতির মধ্যেই এবার স্পটলাইটটি যে ব্রিটিশ রাজা চার্লস তৃতীয়-এর  প্রতিষ্ঠিত যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থার প্রধানের দিকে চলে গেছে।

 

গত বছরের আগস্টে সালমান এফ রহমান, সায়ান এফ রহমান এবং পুত্রবধূ শাহজরেহ রহমানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)


সংবাদপত্র দ্য মেইল ​​অন সানডে প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সায়ান এফ রহমান  ‘ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট’এর উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করছেন। তৎকালীন ব্রিটিশ রাজপুত্র তৃতীয় চার্লস  ২০০৭ সালে দারিদ্র্য বিমোচনে কাজ করার লক্ষ্যে এই দাতব্য সংস্থা গড়ে তুলেছিলেন।


দ্য সানডে টাইমস জানিয়েছে, ২০১৮ সালে ব্রিটিশ রাজার দাতব্য সংস্থা বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে। যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস ২০১৮ সালে লন্ডনের বাকিংহাম প্যালেসে এক নৈশভোজের অনুষ্ঠানে সবার সামনে সায়ান রহমানের প্রশংসা করেছিলেন।

মনিষা মিম

×