ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৩ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

সিরিয়া ইস্যুতে রিয়াদে গুরুত্বপূর্ণ বৈঠক, অংশ নিলেন আরব-তুর্কি পররাষ্ট্রমন্ত্রীরা

প্রকাশিত: ০৫:৩৩, ১৩ জানুয়ারি ২০২৫; আপডেট: ০৫:৩৪, ১৩ জানুয়ারি ২০২৫

সিরিয়া ইস্যুতে রিয়াদে গুরুত্বপূর্ণ বৈঠক, অংশ নিলেন আরব-তুর্কি পররাষ্ট্রমন্ত্রীরা

ছবি : সংগৃহীত

সিরিয়ার বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে সৌদি আরবের উদ্যোগে আরব ও সংশ্লিষ্ট দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) সৌদি আরবের রাজধানী রিয়াদে আয়োজিত এ বৈঠকে সৌদি আরব, সিরিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, মিশর, ইরাক, জর্ডান এবং লেবাননের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন। এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইট এবং গালফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাইওয়ি।

আরব মন্ত্রী পর্যায়ের বৈঠকের পর একটি আন্তর্জাতিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে তুরস্ক, ব্রিটেন, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইতালির প্রতিনিধিরাও অংশ নেবেন। সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত গেইর পেডারসেন ইতোমধ্যেই রিয়াদে পৌঁছেছেন বলে জানায় সৌদি টেলিভিশন চ্যানেল আল-ইখবেরিয়া।


আল-ইখবেরিয়া জানিয়েছে, রিয়াদে আয়োজিত এই বৈঠক সৌদি আরবের নেতৃত্বে সিরিয়াকে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে পুনঃএকীকরণের প্রচেষ্টারই প্রতিফলন।


গত ৮ ডিসেম্বর বিপ্লবী নেতা আবু মুহাম্মাদ আল-জুলানীর নেতৃত্বে হায়াত তাহরির আল-শাম দামেস্ক দখলের মাধ্যমে বাশার আল-আসাদের দীর্ঘ ২৫ বছরের শাসনের অবসান ঘটায়। এর পরপরই আসাদ রাশিয়ায় পালিয়ে যান।

বিপ্লবী সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে নতুন সরকার গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। পুরো সিরিয়াকে দুই সপ্তাহের কম সময়ে নিয়ন্ত্রণে নিয়ে আসে বিপ্লবীরা।


বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলো সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা এবং নতুন সরকারের প্রতি আন্তর্জাতিক সহযোগিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে মনে করা হচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

মো. মহিউদ্দিন

×