ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৩ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

বাংলাদেশীদের ’রাজাকারের বাচ্চা’ বলে গালি দিয়ে যে হুমকি দিলেন শুভেন্দু

প্রকাশিত: ০৩:৪৫, ১৩ জানুয়ারি ২০২৫

বাংলাদেশীদের ’রাজাকারের বাচ্চা’ বলে গালি দিয়ে যে হুমকি দিলেন শুভেন্দু

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিক শুভেন্দু অধিকারী সম্প্রতি এক বিতর্কিত বক্তব্যে বাংলাদেশের মানুষকে 'রাজাকারের বাচ্চা' বলে আক্রমণ করেন এবং তাদের বিরুদ্ধে ড্রোন-হামলার হুমকি দেন।

বক্তব্যে তিনি বাংলাদেশের সামরিক সক্ষমতা, সীমান্ত পরিস্থিতি এবং রাজনৈতিক পরিবেশকে অবজ্ঞাসূচক ভাষায় আক্রমণ করেন।

তিনি বলেন, ভারত এখন পৃথিবীর তৃতীয় বৃহত্তম সামরিক শক্তি। আমাদের সেনাবাহিনী বা বিএসএফ পাঠানোর প্রয়োজন নেই। কয়েকটি ড্রোনই যথেষ্ট। তারা এখনো জানে না ভারতের ক্ষমতা কোথায়। শুধু কয়েকটি ড্রোন পাঠালেই তাদের সব শেষ হয়ে যাবে।

শুভেন্দু দাবি করেন, ওই বালুরঘাট সীমান্তে ক’টি ট্যাংক এনেছে, তা আমাদের কিছুই করতে পারবে না। আমরা এখন ড্রোন প্রযুক্তিতে এত উন্নত যে, কোনো ম্যানপাওয়ার বা ট্যাংকের প্রয়োজন হয় না।

তিনি আরও বলেন, বাংলাদেশের এই মোল্লা-রাজাকারের প্রজন্ম এখনো ৬০-৭০ দশকের মানসিকতায় আটকে আছে। পশ্চিমবঙ্গেও এই ধরনের মৌলবাদী শক্তি নির্মূল করতে রাষ্ট্রবাদী সরকার প্রয়োজন।

শুভেন্দু আরও দাবি করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের কেউ কেউ পশ্চিমবঙ্গে দীর্ঘ সময় ধরে লুকিয়ে ছিল এবং ভারতীয় নিরাপত্তা সংস্থার মাধ্যমে তাদের বিচার সম্পন্ন হয়েছে।

শুভেন্দুর এই বক্তব্য নিয়ে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে নিন্দার ঝড় উঠেছে। অনেকে তার মন্তব্যকে উসকানিমূলক ও অপ্রীতিকর বলে উল্লেখ করেছেন।

ভিডিও দেখুন: https://youtu.be/hw0Of2jYUpw?si=WoeiSA-sf_9qXJYb

এম.কে.

×