ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৩ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

জমজমের নামে ট্যাপের পানি বিক্রি, আয় ৩০ কোটি টাকা!

প্রকাশিত: ০২:১৫, ১৩ জানুয়ারি ২০২৫; আপডেট: ০২:১৬, ১৩ জানুয়ারি ২০২৫

জমজমের নামে ট্যাপের পানি বিক্রি, আয় ৩০ কোটি টাকা!

ছবি: সংগৃহীত

পবিত্র জমজম পানি বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে বরাবরই অত্যন্ত সম্মানের একটি জিনিস। তবে মুসলিমদের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়েই তুরস্কে এক ব্যক্তি ট্যাপের পানি জমজমের পানি বলে বিক্রি করে প্রতারণা করেছেন।

 

ভুয়া পানি বিক্রি করে তিনি আয় করেছেন প্রায় ৯ কোটি লিরা (প্রায় ৩০ কোটি টাকা)। বিলাল নামের ওই ব্যক্তিকে রবিবার গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, বিলাল ট্যাপের পানিকে জমজমের পানি বলে বোতলে ভরে বিক্রি করছিলেন। বোতলের গায়ে জমজমের পানির লেবেল লাগিয়ে এটি আসল জমজম পানি হিসেবে বাজারে বিক্রি করা হচ্ছিল। প্রতিদিন অন্তত ২০ টন পানি বিক্রি করছিলেন তিনি। গত পাঁচ মাস ধরে এই প্রতারণা চালিয়ে যাচ্ছিলেন বিলাল।

 

গ্রেপ্তারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি জানান, তুরস্কে জমজমের পানি হিসেবে যেসব পানি বিক্রি হয়, তার বেশিরভাগই আসলে স্থানীয় ট্যাপের পানি। এসব পানি আদানা শহরের একটি ওয়্যারহাউসে মজুত রাখা হতো। বিলালের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ভুয়া ১৫ হাজার লিটার জমজমের পানি উদ্ধার করে। এই বোতলগুলো বিভিন্ন আকারে বাজারে পাওয়া যাচ্ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া জমজম পানির বোতলের ছবি ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, ছোট-বড় বিভিন্ন আকারের বোতলে এই ভুয়া পানি বিক্রি করা হচ্ছিল। এগুলো সাধারণ তুর্কি বাজারে সহজেই পাওয়া যাচ্ছিল। 

তাবিব

×