ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

ভারতীয় আমন্ত্রণে সাড়া না দেওয়ায় ওরা বিস্মিত!

প্রকাশিত: ২৩:৪৭, ১২ জানুয়ারি ২০২৫

ভারতীয় আমন্ত্রণে সাড়া না দেওয়ায় ওরা বিস্মিত!

ছবি: সংগৃহীত

ভারতের মৌসুম ভবনের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বাংলাদেশের অংশগ্রহণ না করা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

আনন্দবাজারসহ একাধিক গণমাধ্যমে বিষয়টি গুরুত্ব সহকারে প্রচার করা হয়েছে। তারা বাংলাদেশের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে মন্তব্য করেছে যে, এ ঘটনা দুই দেশের পারস্পরিক সম্পর্কে একটি নতুন দিক নির্দেশ করছে।

ভারতের আবহাওয়া দপ্তর, যা মৌসুম ভবন নামে পরিচিত, তার ১৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করে। এ উপলক্ষে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশকেও আমন্ত্রণ জানানো হয়। পাকিস্তান ইতোমধ্যেই অনুষ্ঠানে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে, বাংলাদেশ জানিয়ে দিয়েছে যে, তাদের পক্ষ থেকে কোনো প্রতিনিধি এ অনুষ্ঠানে অংশ নেবে না।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কার্যনির্বাহী পরিচালক মোমিনুল ইসলাম জানিয়েছেন, “সরকারি খরচে অনাবশ্যক বিদেশ ভ্রমণ এড়িয়ে চলার নীতি অনুযায়ীই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে দুই দেশের সম্পর্কের ওপর কোনো প্রভাব পড়বে না।” তিনি আরও উল্লেখ করেন, “ভারতের আবহাওয়া দপ্তরের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে, এবং সম্প্রতি আমি নিজেও দিল্লি সফর করেছি।”

তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলো বিষয়টিকে ভিন্ন আঙ্গিকে তুলে ধরেছে। তারা দাবি করছে, শেখ হাসিনার সরকারের সময়কালে দুই দেশের সম্পর্ক শীতল হয়ে আসছে। ফলে, এই ঘটনাকে ভারত-বাংলাদেশ সম্পর্কের সাম্প্রতিক পরিস্থিতির প্রতিফলন বলে মনে করছে তারা।

ভারতের পক্ষ থেকে অনুষ্ঠানে শুধুমাত্র দক্ষিণ এশিয়ার দেশগুলোই নয়, মধ্য এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এ ধরনের আলোচনায় না গেলে সম্পর্কের কোনো ক্ষতি হবে না বলে বাংলাদেশি কর্মকর্তারা জানালেও, ভারতীয় পক্ষ বিষয়টি নিয়ে হতাশা এবং বিস্ময় প্রকাশ করেছে।

দুই দেশের পারস্পরিক সম্পর্কের প্রেক্ষিতে বাংলাদেশের এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা জোরালো হচ্ছে। অতীতে এমন ঘটনায় অংশ না নেওয়ার নজির ছিল না বলেই ভারতীয় পক্ষ একে অবিশ্বাস্য ঘটনা বলে অভিহিত করেছে।

ভিডিও দেখুন: https://youtu.be/hSEb8xfbXHY?si=87CH2nD8enwyJuVs

এম.কে.

×