ছবিঃ সংগৃহীত
যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক ২০১৯ সালে ক্রিকেট বিশ্বকাপের দুটি ম্যাচ বিনা মূল্যে উপভোগ করেন। তার সঙ্গে ভাই-বোন ও তৎকালীন আওয়ামী লীগের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদও উপস্থিত ছিলেন।
দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে জানানো হয়, লন্ডনের ওভাল ও লর্ডস স্টেডিয়ামে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ও বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচে টিউলিপ বিনামূল্যের টিকিট ব্যবহার করেন। প্রতিটি টিকিটের মূল্য প্রায় ৩৫৮ দশমিক ৮০ পাউন্ড (৫৩ হাজার টাকা) হলেও তা পরিশোধ করেননি তিনি।
টিউলিপ সিদ্দিক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি। ২০২৪ সালে ক্ষমতা হারানোর পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যান, আর কাজী নাবিল আহমেদ দেশ ত্যাগ করেন বলে জানা গেছে।
জাফরান